কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার দিন আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের যে প্রসঙ্গ টেনে এনেছেন, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাঁদের মত, নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ ভারতীয় ভোট টানার জন্যই ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু প্রসঙ্গ টেনে এনেছেন।
এ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ গতকাল শুক্রবার বলেন, তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যটি সর্বশেষ উদাহরণ। স্বৈরতান্ত্রিক মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুর ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানান। ট্রাম্পের দাবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা কখনোই ঘটতে পারত না।
এ নিয়ে ড. আলী রীয়াজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের নাটকীয় পতনের পর একশ্রেণির ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, ট্রাম্পের বক্তব্যে তার ছাপ পড়েছে।
বিষয়টি নিয়ে বিবিসি বাংলার সঙ্গেও কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির অধ্যাপক আলী রীয়াজ। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী, প্রধানত ভারতীয়দের ভোট নিশ্চিত করা ট্রাম্পের মূল লক্ষ্য।
ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাম্পের এই বক্তব্যের পরিণতিতে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ধারণা প্রচার পাবে।’
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প কতটা অবগত, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ঊর্ধ্বতন পরামর্শক টম কিন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ভারতের কিছু ডানপন্থী মিডিয়া ও রাজনীতিবিদ বাংলাদেশের ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে।
টম কিন বলেন, এটি একটি রাজনৈতিক চাল হতে পারে, অথবা তিনি (ট্রাম্প) ভুল তথ্য পেয়েছেন এবং তা বিশ্বাস করেছেন।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেছে ভারতভিত্তিক বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র বিনোদ বানসাল আইএএনএসসহ দেশটির কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্প প্রথম পশ্চিমা নেতা, যিনি বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গটি তুললেন। এর বেশ তাৎপর্য আছে।
বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রশ্নে জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বানসাল।
অবশ্য ভারতের দিল্লির কাছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের যে ঘটনা ঘটেছিল, ভারতীয় গণমাধ্যম তা অতিরঞ্জিতভাবে প্রচার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার দিন আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের যে প্রসঙ্গ টেনে এনেছেন, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাঁদের মত, নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ ভারতীয় ভোট টানার জন্যই ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু প্রসঙ্গ টেনে এনেছেন।
এ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ গতকাল শুক্রবার বলেন, তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যটি সর্বশেষ উদাহরণ। স্বৈরতান্ত্রিক মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুর ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানান। ট্রাম্পের দাবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা কখনোই ঘটতে পারত না।
এ নিয়ে ড. আলী রীয়াজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের নাটকীয় পতনের পর একশ্রেণির ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, ট্রাম্পের বক্তব্যে তার ছাপ পড়েছে।
বিষয়টি নিয়ে বিবিসি বাংলার সঙ্গেও কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির অধ্যাপক আলী রীয়াজ। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী, প্রধানত ভারতীয়দের ভোট নিশ্চিত করা ট্রাম্পের মূল লক্ষ্য।
ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাম্পের এই বক্তব্যের পরিণতিতে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ধারণা প্রচার পাবে।’
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প কতটা অবগত, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ঊর্ধ্বতন পরামর্শক টম কিন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ভারতের কিছু ডানপন্থী মিডিয়া ও রাজনীতিবিদ বাংলাদেশের ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে।
টম কিন বলেন, এটি একটি রাজনৈতিক চাল হতে পারে, অথবা তিনি (ট্রাম্প) ভুল তথ্য পেয়েছেন এবং তা বিশ্বাস করেছেন।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেছে ভারতভিত্তিক বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র বিনোদ বানসাল আইএএনএসসহ দেশটির কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্প প্রথম পশ্চিমা নেতা, যিনি বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গটি তুললেন। এর বেশ তাৎপর্য আছে।
বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রশ্নে জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বানসাল।
অবশ্য ভারতের দিল্লির কাছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের যে ঘটনা ঘটেছিল, ভারতীয় গণমাধ্যম তা অতিরঞ্জিতভাবে প্রচার করেছে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৬ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৭ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১১ ঘণ্টা আগে