নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তের কথা জানে না স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা বলেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান তিনি।
শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে আপনাদের জানাতে পারবো।
এর আগে গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, বয়স ১৮ বছরের ওপরে হলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। আর ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে; বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে, আমরাও এটি অনুসরণ করতে পারি।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন কীভাবে দেওয়া যাবে সে বিষয়ে আজ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মেডিকেল শিক্ষার্থীদের ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছেন। প্রায় সব শিক্ষককেও টিকা দেওয়া শেষ। সে কারণে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খুলতে সমস্যা হবে না।
শামসুল হক বলেন, আমরা জানি আমাদের নিবন্ধনের সংখ্যা অনেক বেশি। ৩ কোটি ৮৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। এখনো ১ কোটি ৯৩ লাখ লাখ মানুষ কোনো টিকাই পাননি। তাঁদের টিকা দেওয়া আমাদের প্রথম দায়িত্ব বলেই মনে করছি। এ জন্য টিকা বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। সেই পরিমাণ জনবলও তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগেরবারের মতো স্বাস্থ্য সহকারীদের এই কাজে যুক্ত করা গেলে হয়তো সহজ হবে। সামনে আরও টিকা এলে বুথ বাড়িয়ে অপেক্ষায় থাকাদের দ্রুত টিকা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়। ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক এবং এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানা, শুধু শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের বয়স ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।

আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তের কথা জানে না স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা বলেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান তিনি।
শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে আপনাদের জানাতে পারবো।
এর আগে গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, বয়স ১৮ বছরের ওপরে হলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। আর ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে; বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে, আমরাও এটি অনুসরণ করতে পারি।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন কীভাবে দেওয়া যাবে সে বিষয়ে আজ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মেডিকেল শিক্ষার্থীদের ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছেন। প্রায় সব শিক্ষককেও টিকা দেওয়া শেষ। সে কারণে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খুলতে সমস্যা হবে না।
শামসুল হক বলেন, আমরা জানি আমাদের নিবন্ধনের সংখ্যা অনেক বেশি। ৩ কোটি ৮৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। এখনো ১ কোটি ৯৩ লাখ লাখ মানুষ কোনো টিকাই পাননি। তাঁদের টিকা দেওয়া আমাদের প্রথম দায়িত্ব বলেই মনে করছি। এ জন্য টিকা বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। সেই পরিমাণ জনবলও তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগেরবারের মতো স্বাস্থ্য সহকারীদের এই কাজে যুক্ত করা গেলে হয়তো সহজ হবে। সামনে আরও টিকা এলে বুথ বাড়িয়ে অপেক্ষায় থাকাদের দ্রুত টিকা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়। ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক এবং এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানা, শুধু শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের বয়স ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে
দুদক জানিয়েছে, সাতজন নিম্ন আয়ের মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাগুজে প্রতিষ্ঠান খুলে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান ক্ষমতার অপব্যবহার করে এসব ঋণ জালিয়াতিতে সহায়তা করেন। এ ঘটনায় সাইফুজ্জামানের ভাই ও ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান
৪ ঘণ্টা আগে
বৈঠক সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় দেওয়া হয়েছিল।
৫ ঘণ্টা আগে
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা আদায় করত। অভিযোগসংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন।
৫ ঘণ্টা আগে