আজকের পত্রিকা ডেস্ক

রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা স্বল্প সময়ে মধ্যমেয়াদি এবং নির্বাচিত সরকার কী করতে পারে, সে সুপারিশও দেবে। প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের করণীয় ঠিক করতে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের প্রধানেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
সংস্কারকাজের অগ্রগতি জানার জন্য ৬ কমিশন প্রধান ও জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একই সঙ্গে ওই দিন সংস্কার কমিশনের প্রধানেরা আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে—তার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন।’
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরপর রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি বসবে বলে আশা করছি। তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।’
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে রাজনৈতিক দল, আন্দোলনের পক্ষের শক্তি এবং ৬ সংস্কার কমিশনের প্রধানেরা উপস্থিত থাকবেন।
আসিফ নজরুল বলেন, এই আলোচনা মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হবে, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রোজার মধ্যেও চালু থাকবে। যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী, তা ঠিক করা হবে। কারণ এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জরুরি কিছু প্রশ্ন মীমাংসা করার জন্য। বাকি কমিশনগুলো কাজ করছে।

রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা স্বল্প সময়ে মধ্যমেয়াদি এবং নির্বাচিত সরকার কী করতে পারে, সে সুপারিশও দেবে। প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের করণীয় ঠিক করতে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের প্রধানেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
সংস্কারকাজের অগ্রগতি জানার জন্য ৬ কমিশন প্রধান ও জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একই সঙ্গে ওই দিন সংস্কার কমিশনের প্রধানেরা আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে—তার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন।’
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরপর রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি বসবে বলে আশা করছি। তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।’
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে রাজনৈতিক দল, আন্দোলনের পক্ষের শক্তি এবং ৬ সংস্কার কমিশনের প্রধানেরা উপস্থিত থাকবেন।
আসিফ নজরুল বলেন, এই আলোচনা মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হবে, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রোজার মধ্যেও চালু থাকবে। যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী, তা ঠিক করা হবে। কারণ এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জরুরি কিছু প্রশ্ন মীমাংসা করার জন্য। বাকি কমিশনগুলো কাজ করছে।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
২৯ মিনিট আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে