নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা স্বল্প সময়ে মধ্যমেয়াদি এবং নির্বাচিত সরকার কী করতে পারে, সে সুপারিশও দেবে। প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের করণীয় ঠিক করতে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের প্রধানেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
সংস্কারকাজের অগ্রগতি জানার জন্য ৬ কমিশন প্রধান ও জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একই সঙ্গে ওই দিন সংস্কার কমিশনের প্রধানেরা আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে—তার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন।’
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরপর রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি বসবে বলে আশা করছি। তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।’
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে রাজনৈতিক দল, আন্দোলনের পক্ষের শক্তি এবং ৬ সংস্কার কমিশনের প্রধানেরা উপস্থিত থাকবেন।
আসিফ নজরুল বলেন, এই আলোচনা মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হবে, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রোজার মধ্যেও চালু থাকবে। যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী, তা ঠিক করা হবে। কারণ এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জরুরি কিছু প্রশ্ন মীমাংসা করার জন্য। বাকি কমিশনগুলো কাজ করছে।
রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা স্বল্প সময়ে মধ্যমেয়াদি এবং নির্বাচিত সরকার কী করতে পারে, সে সুপারিশও দেবে। প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের করণীয় ঠিক করতে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের প্রধানেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
সংস্কারকাজের অগ্রগতি জানার জন্য ৬ কমিশন প্রধান ও জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একই সঙ্গে ওই দিন সংস্কার কমিশনের প্রধানেরা আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে—তার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন।’
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরপর রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি বসবে বলে আশা করছি। তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।’
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে রাজনৈতিক দল, আন্দোলনের পক্ষের শক্তি এবং ৬ সংস্কার কমিশনের প্রধানেরা উপস্থিত থাকবেন।
আসিফ নজরুল বলেন, এই আলোচনা মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হবে, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রোজার মধ্যেও চালু থাকবে। যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী, তা ঠিক করা হবে। কারণ এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জরুরি কিছু প্রশ্ন মীমাংসা করার জন্য। বাকি কমিশনগুলো কাজ করছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অসমাপ্ত এমন ভালো প্রকল্পগুলো বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনে নতুন করে তাঁদের পরিকল্পনা পাঠাতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগেযৌক্তিক কারণ ছাড়াও সরকারি কর্মকর্তাদের বিদেশভ্রমণের প্রবণতা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিককালে বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে বিদেশভ্রমণকে সরকার নিরুৎসাহিত করেছে। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বা অভিজ্ঞতা না থাকা কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের প্রক্রিয়া চলছে।
৮ ঘণ্টা আগেভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বয়ে চলেছে বাংলাদেশে। শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি আছে। ত্রিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর (২০২৬) ১১ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ
১২ ঘণ্টা আগেদেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে