মো. হুমায়ূন কবীর, ঢাকা

নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) সঙ্গে বৈঠক করবে সংস্কার কমিশন। তবে সবার সঙ্গে একত্রে নয়, প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে বসবে কমিশন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সবার বয়স হয়েছে। আমরা তাঁদের মতামত নেওয়ার চেষ্টা করছি।’
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাবেক সিইসিদের মধ্যে যাঁরা পরিচ্ছন্ন, শুধু তাঁদের মতামত নেবে সংস্কার কমিশন। বিতর্কিত নির্বাচন করা কোনো সিইসি এতে ডাক পাবেন না। আবু হেনার পর
ডাক পেতে পারেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ও ড. এ টি এম শামসুল হুদা। তবে সর্বশেষ দায়িত্ব পালন করা তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে ডাকা হবে না।
গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ; ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী; নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম; রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ডা. জাহেদ উর রহমান; শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন; ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস; ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান।
গত ৯ অক্টোবর নির্বাচন ভবনে প্রথম বৈঠক করে সংস্কার কমিশন। সেদিন বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা সব আইন-বিধিমালা পর্যালোচনা করছি। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।’
গত ২২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কার কমিশন ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে পরামর্শ, মতামত ও প্রস্তাব পাঠানোর অনুরোধ জানায়।
৩১ অক্টোবর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন। সেদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের চিন্তা তাঁদের নেই।
জানা যায়, ইতিমধ্যে সংস্কার কমিশন নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ আইনের খসড়া তৈরি করেছে। যাতে রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সার্চ কমিটির বিষয় রাখা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইসির অধীনে রাখতে সংবিধানে বিষয়টি যুক্ত করার বিষয়ে মতামত দিতে চায় সংস্কার কমিশন।

নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) সঙ্গে বৈঠক করবে সংস্কার কমিশন। তবে সবার সঙ্গে একত্রে নয়, প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে বসবে কমিশন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সবার বয়স হয়েছে। আমরা তাঁদের মতামত নেওয়ার চেষ্টা করছি।’
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাবেক সিইসিদের মধ্যে যাঁরা পরিচ্ছন্ন, শুধু তাঁদের মতামত নেবে সংস্কার কমিশন। বিতর্কিত নির্বাচন করা কোনো সিইসি এতে ডাক পাবেন না। আবু হেনার পর
ডাক পেতে পারেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ও ড. এ টি এম শামসুল হুদা। তবে সর্বশেষ দায়িত্ব পালন করা তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে ডাকা হবে না।
গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ; ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী; নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম; রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ডা. জাহেদ উর রহমান; শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন; ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস; ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান।
গত ৯ অক্টোবর নির্বাচন ভবনে প্রথম বৈঠক করে সংস্কার কমিশন। সেদিন বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা সব আইন-বিধিমালা পর্যালোচনা করছি। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।’
গত ২২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কার কমিশন ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে পরামর্শ, মতামত ও প্রস্তাব পাঠানোর অনুরোধ জানায়।
৩১ অক্টোবর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন। সেদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের চিন্তা তাঁদের নেই।
জানা যায়, ইতিমধ্যে সংস্কার কমিশন নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ আইনের খসড়া তৈরি করেছে। যাতে রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সার্চ কমিটির বিষয় রাখা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইসির অধীনে রাখতে সংবিধানে বিষয়টি যুক্ত করার বিষয়ে মতামত দিতে চায় সংস্কার কমিশন।

বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। নতুন তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা দাঁড়াল ৯টি।
১ ঘণ্টা আগে
দেশের সব পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট বাহরাইনের একটি বাসায় গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর স্থানে ১৬০টি পোস্টাল ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে কীভাবে ওই বাসায় পোস্টাল ব্যালটগুলো গিয়েছিল....
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরসংশ্লিষ্ট এলাকায় পরিবেশ সংরক্ষণে নিয়মিত নজরদারি জোরদার এবং সেখানে পাহাড় কাটায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে