নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চলতি মাসে দিনে গড়ে ৮৪ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। আর আক্রান্তের সংখ্যায় জুলাইয়ের ৩১ দিনের রেকর্ড আগস্টের ২০ দিনেই ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ২০ দিনে রোগী শনাক্ত হন ১ হাজার ৬৮৪ জন। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিলেন ৭৩৭ জন।
আর চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৬ জন রোগী। তাঁদের মধ্যে ঢাকায় ৯৬ জন এবং বাইরে ২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৪ জন এবং বাইরে ৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২০ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৪৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৮৯৬ জন। মোট শনাক্ত রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৬১৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ২৪৬ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৭২৬ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৫০ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন এবং আগস্টে আট জনের মৃত্যু হয়েছে।
কীটতত্ত্ববিদেরা বলছেন, আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। চলতি মাসে প্রতিদিন গড়ে ৮৪ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছেন। এজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা ও লার্ভা নিধন করতে হবে।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চলতি মাসে দিনে গড়ে ৮৪ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। আর আক্রান্তের সংখ্যায় জুলাইয়ের ৩১ দিনের রেকর্ড আগস্টের ২০ দিনেই ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ২০ দিনে রোগী শনাক্ত হন ১ হাজার ৬৮৪ জন। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিলেন ৭৩৭ জন।
আর চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৬ জন রোগী। তাঁদের মধ্যে ঢাকায় ৯৬ জন এবং বাইরে ২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৪ জন এবং বাইরে ৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২০ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৪৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৮৯৬ জন। মোট শনাক্ত রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৬১৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ২৪৬ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৭২৬ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৫০ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন এবং আগস্টে আট জনের মৃত্যু হয়েছে।
কীটতত্ত্ববিদেরা বলছেন, আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। চলতি মাসে প্রতিদিন গড়ে ৮৪ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছেন। এজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা ও লার্ভা নিধন করতে হবে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, তদন্ত অনুযায়ী, বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জে লাশ গুম করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
আক্তার হোসেন বলেন, ব্লুম সাকসেন ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে সিভিল ওয়ার্ক কাজের ভুয়া চুক্তিপত্র ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ঋণ আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের টাকা উত্তোলন করে তা নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে
৩ ঘণ্টা আগে
আন্দোলনকারী ব্যবসায়ীদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিকে সহজ করতে সরকার এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে। জনশৃঙ্খলা ব্যাহত করে আন্দোলন চলতে থাকলে সরকার তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৩ ঘণ্টা আগে
পদোন্নতির পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে