নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের মধ্যে কেউ খাবারসংকটে পড়লে বাইরে বের না হয়ে ৩৩৩ হটলাইন বা ডিসি-ইউএনওদের দেওয়া বিকল্প নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফোন করলেই প্রশাসনকে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া আছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সহায়তা হিসেবে ১৭ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩৩৩-এ ফোন দিলে তাঁদের সহায়তার জন্য ১০০ কোটি টাকা দেওয়া আছে। ৩৩৩ বাদেও সংশ্লিষ্ট ডিসি-ইউএনওরা বিকল্প নম্বর দেবেন। সেখানে ফোন দিলে খাদ্য সহায়তা দেওয়া হবে। ওএমএসের মাধ্যমে চাল ও আটা স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে। টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে।
‘৩৩৩ হটলাইন চালু আছে, ওটা কোনো কারণে ফেল করলে স্থানীয়ভাবে দেওয়া নম্বরে যে কেউ ফোন করলেও খাবার চলে যাবে, সেই নির্দেশ দেওয়া আছে। খাবারের অভাব হলে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। মাঠ প্রশাসন সর্বাত্মকভাবে সহায়তা করবে, আমাদের সেই প্রস্তুতিও আছে।’ যোগ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া নিয়ে এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইনে বলা আছে, পাঁচ বছর পর পর সবাই সম্পদের হিসাব দেবেন; যাতে করে আয়বহির্ভূত কোনো সম্পদ আছে কি না, সেটা আমরা চেক করতে পারি। সরকারি চাকরিজীবীরা ট্যাক্স রিটার্ন দেবেন। আমাদেরও তাঁদের সম্পদের হিসাব সাবমিট করতে হবে। কেউ তথ্য অধিকার আইনে তথ্য চাইলে আমরা দিতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরিবিধি অনুযায়ী স্বচ্ছতা-জবাবদিহির জন্য জনপ্রশাসনে তাঁদের সম্পদের হিসাব দিতে হবে। আমরা আরও স্বচ্ছতা, জবাবদিহি ও জনমুখী জনপ্রশাসন চাচ্ছি। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, জবাবদিহিও তৈরি হয়েছে।’

কঠোর লকডাউনের মধ্যে কেউ খাবারসংকটে পড়লে বাইরে বের না হয়ে ৩৩৩ হটলাইন বা ডিসি-ইউএনওদের দেওয়া বিকল্প নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফোন করলেই প্রশাসনকে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া আছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সহায়তা হিসেবে ১৭ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩৩৩-এ ফোন দিলে তাঁদের সহায়তার জন্য ১০০ কোটি টাকা দেওয়া আছে। ৩৩৩ বাদেও সংশ্লিষ্ট ডিসি-ইউএনওরা বিকল্প নম্বর দেবেন। সেখানে ফোন দিলে খাদ্য সহায়তা দেওয়া হবে। ওএমএসের মাধ্যমে চাল ও আটা স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে। টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে।
‘৩৩৩ হটলাইন চালু আছে, ওটা কোনো কারণে ফেল করলে স্থানীয়ভাবে দেওয়া নম্বরে যে কেউ ফোন করলেও খাবার চলে যাবে, সেই নির্দেশ দেওয়া আছে। খাবারের অভাব হলে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। মাঠ প্রশাসন সর্বাত্মকভাবে সহায়তা করবে, আমাদের সেই প্রস্তুতিও আছে।’ যোগ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া নিয়ে এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইনে বলা আছে, পাঁচ বছর পর পর সবাই সম্পদের হিসাব দেবেন; যাতে করে আয়বহির্ভূত কোনো সম্পদ আছে কি না, সেটা আমরা চেক করতে পারি। সরকারি চাকরিজীবীরা ট্যাক্স রিটার্ন দেবেন। আমাদেরও তাঁদের সম্পদের হিসাব সাবমিট করতে হবে। কেউ তথ্য অধিকার আইনে তথ্য চাইলে আমরা দিতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরিবিধি অনুযায়ী স্বচ্ছতা-জবাবদিহির জন্য জনপ্রশাসনে তাঁদের সম্পদের হিসাব দিতে হবে। আমরা আরও স্বচ্ছতা, জবাবদিহি ও জনমুখী জনপ্রশাসন চাচ্ছি। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, জবাবদিহিও তৈরি হয়েছে।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উদ্বোধনের পর থেকে আজ ২০ জানুয়ারি পর্যন্ত সেতুটি থেকে মোট টোলের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
১৮ মিনিট আগে
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
২০ মিনিট আগে
আইনজীবী বলেন, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে