নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যা-ই হোক না কেন, জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না।
আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে।
যুদ্ধের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সুবিধা হচ্ছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসেন। জ্বালানি তেলের প্রধান সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী সিঙ্গাপুর, মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন। এ জন্য তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।’
ফাওজুল কবির খান বলেন, ‘যুদ্ধ কত দিন চলবে, সরবরাহ কোন পথে আসবে—এসবের ওপর তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। স্বল্প মেয়াদে তেলের মজুত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না।’
‘ভর্তুকি বাড়ানো হবে না, দামও বাড়ানো হচ্ছে না—সে ক্ষেত্রে ঘাটতি সমন্বয় করা হবে কীভাবে’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু কৌশল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে কিছু অর্থ রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে সমন্বয় করা হবে।’

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যা-ই হোক না কেন, জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না।
আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে।
যুদ্ধের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সুবিধা হচ্ছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসেন। জ্বালানি তেলের প্রধান সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী সিঙ্গাপুর, মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন। এ জন্য তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।’
ফাওজুল কবির খান বলেন, ‘যুদ্ধ কত দিন চলবে, সরবরাহ কোন পথে আসবে—এসবের ওপর তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। স্বল্প মেয়াদে তেলের মজুত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না।’
‘ভর্তুকি বাড়ানো হবে না, দামও বাড়ানো হচ্ছে না—সে ক্ষেত্রে ঘাটতি সমন্বয় করা হবে কীভাবে’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু কৌশল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে কিছু অর্থ রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে সমন্বয় করা হবে।’

কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।
১৭ মিনিট আগে
সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করে একটি সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
২৩ মিনিট আগে
আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
২৬ মিনিট আগে
রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে গত সাতে মাসের মধ্যে ছয়টি লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছেন আরেক সিরিয়াল কিলার রসু খাঁ।
১ ঘণ্টা আগে