চাঁদপুর প্রতিনিধি

বিগত পাঁচ বছরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্পদের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ঋণের পরিমাণও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা থেকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা থেকে দেখা গেছে, পাঁচ বছর আগেও মাত্র ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট, বর্তমানে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট রয়েছে দীপু মনির। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের আগে গাড়ি বাবদ এক্সিম ব্যাংকে ৫ লাখ ৮৬ হাজার ৯০৫ টাকা ঋণ দেখালেও এবার সেটি কয়েকগুণ বেড়েছে। এর মধ্যে বর্তমানে তাঁর ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৪৩ টাকা ব্যক্তিগত ঋণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।
ডা. দীপু মনির বার্ষিক আয় মন্ত্রী হিসেবে সম্মানী ভাতাসহ ২১ লাখ ৩৯ হাজার ৩৯৬ টাকা। এ ছাড়া স্বামী তৌফিক নাওয়াজ ও ভাইয়ের কাছ থেকে পেয়েছেন ৯৮ লাখ ৬৯ হাজার ৬৭৪ টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্রে রয়েছে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা।
এর বাইরে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা মূল্যের ১০ কাঠা জায়গা এবং ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট। তিনি কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করেন না। যার কারণে এসবের কোনো বিবরণ নেই হলফনামায়। তবে তাঁর নামে আসবাবপত্র রয়েছে লাখ টাকার এবং তাঁর স্বামীর নামে কেনা আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১০ লাখ ৫ হাজার টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় ডা. দীপু মনি তাঁর নিজের নামে মাত্র ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখিয়েছিলেন। সে সময় স্বামীর নামে ৪০ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখালেও বর্তমানে স্বামীর নামে দেখিয়েছেন ১৫ লাখ টাকার একটি ফ্ল্যাট। এ ছাড়া বর্তমান হলফনামায় তাঁর চিকিৎসা পেশা থেকে কোনো আয় না দেখালেও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশা থেকে আয় দেখিয়েছিলেন বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নগদ অর্থ আছে ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা এবং তাঁর স্বামীর কাছে নগদ অর্থ আছে ১১ লাখ ২ হাজার টাকা। পাশাপাশি দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ কোটি ৬০ লাখ ৭৮৬ টাকা এবং তাঁর স্বামীর নামে বন্ড ও স্টক এক্সচেঞ্জে আছে প্রায় ৪৫ লাখ টাকা।
হলফনামা অনুসারে, এবার শিক্ষামন্ত্রীর কাছে রয়েছে ৬০ লাখ টাকা মূল্যের জিপ গাড়ি। একাদশ সংসদ নির্বাচনে দেখিয়েছিলেন, তাঁর কাছে ৪৬ লাখ টাকা মূল্যের একটি পাজেরো গাড়ি আছে। আর তাঁর স্বামীর নামে দেখানো হয়েছে ৫০ হাজার টাকা মূল্যমানের একটি কার। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ডা. দীপু মনির স্বর্ণের পরিমাণ বাড়েনি। এবারও নিজের নামে ৯ লাখ টাকার স্বর্ণ আর স্বামীর নামে ৫০ হাজার টাকার স্বর্ণ দেখিয়েছেন তিনি।
ডা. দীপু মনি পেশায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী ও রাজনীতিবিদ। তাঁর বাবা এম এ ওয়াদুদ ও মা রহিমা ওয়াদুদ। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচরে। তিনি এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিগত পাঁচ বছরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্পদের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ঋণের পরিমাণও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা থেকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা থেকে দেখা গেছে, পাঁচ বছর আগেও মাত্র ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট, বর্তমানে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট রয়েছে দীপু মনির। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের আগে গাড়ি বাবদ এক্সিম ব্যাংকে ৫ লাখ ৮৬ হাজার ৯০৫ টাকা ঋণ দেখালেও এবার সেটি কয়েকগুণ বেড়েছে। এর মধ্যে বর্তমানে তাঁর ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৪৩ টাকা ব্যক্তিগত ঋণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।
ডা. দীপু মনির বার্ষিক আয় মন্ত্রী হিসেবে সম্মানী ভাতাসহ ২১ লাখ ৩৯ হাজার ৩৯৬ টাকা। এ ছাড়া স্বামী তৌফিক নাওয়াজ ও ভাইয়ের কাছ থেকে পেয়েছেন ৯৮ লাখ ৬৯ হাজার ৬৭৪ টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্রে রয়েছে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা।
এর বাইরে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা মূল্যের ১০ কাঠা জায়গা এবং ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট। তিনি কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করেন না। যার কারণে এসবের কোনো বিবরণ নেই হলফনামায়। তবে তাঁর নামে আসবাবপত্র রয়েছে লাখ টাকার এবং তাঁর স্বামীর নামে কেনা আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১০ লাখ ৫ হাজার টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় ডা. দীপু মনি তাঁর নিজের নামে মাত্র ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখিয়েছিলেন। সে সময় স্বামীর নামে ৪০ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখালেও বর্তমানে স্বামীর নামে দেখিয়েছেন ১৫ লাখ টাকার একটি ফ্ল্যাট। এ ছাড়া বর্তমান হলফনামায় তাঁর চিকিৎসা পেশা থেকে কোনো আয় না দেখালেও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশা থেকে আয় দেখিয়েছিলেন বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নগদ অর্থ আছে ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা এবং তাঁর স্বামীর কাছে নগদ অর্থ আছে ১১ লাখ ২ হাজার টাকা। পাশাপাশি দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ কোটি ৬০ লাখ ৭৮৬ টাকা এবং তাঁর স্বামীর নামে বন্ড ও স্টক এক্সচেঞ্জে আছে প্রায় ৪৫ লাখ টাকা।
হলফনামা অনুসারে, এবার শিক্ষামন্ত্রীর কাছে রয়েছে ৬০ লাখ টাকা মূল্যের জিপ গাড়ি। একাদশ সংসদ নির্বাচনে দেখিয়েছিলেন, তাঁর কাছে ৪৬ লাখ টাকা মূল্যের একটি পাজেরো গাড়ি আছে। আর তাঁর স্বামীর নামে দেখানো হয়েছে ৫০ হাজার টাকা মূল্যমানের একটি কার। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ডা. দীপু মনির স্বর্ণের পরিমাণ বাড়েনি। এবারও নিজের নামে ৯ লাখ টাকার স্বর্ণ আর স্বামীর নামে ৫০ হাজার টাকার স্বর্ণ দেখিয়েছেন তিনি।
ডা. দীপু মনি পেশায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী ও রাজনীতিবিদ। তাঁর বাবা এম এ ওয়াদুদ ও মা রহিমা ওয়াদুদ। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচরে। তিনি এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১০ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
১১ ঘণ্টা আগে