
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে।
এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন।
তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার।
আনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে।
এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন।
তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার।
আনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৯ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে