
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে।
এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন।
তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার।
আনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে।
এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন।
তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার।
আনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১০ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে