নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, খুন, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিসহ নানা ঘটনা ঘটেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময়। এসব নিয়ে শঙ্কার মধ্যেই আজ রোববার ১ হাজার ইউপিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।
তবে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আশা করি রোববার ভালো ভোট হবে। এই মুহূর্তে কোনো আশঙ্কা মনে করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে।’
তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল ১ হাজার ৭টি ইউপির। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টির ভোট। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৫৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ ও সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন।
এর আগে প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউপিতে ভোট হয়েছে। আজ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে ৮৪৩টি ইউপির ভোট হবে আগামী ২৬ ডিসেম্বর।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গতকাল ইসির সভা শেষে সচিব হুমায়ুন কবীর তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ সিটির ভোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ইউনিয়ন পরিষদের সব ভোট শেষ হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে—এমন আভাস আগেই দিয়েছিল ইসি। গতকাল সভা শেষে ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে কমিশনের আরেকটি সভা হবে। ওই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, খুন, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিসহ নানা ঘটনা ঘটেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময়। এসব নিয়ে শঙ্কার মধ্যেই আজ রোববার ১ হাজার ইউপিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।
তবে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আশা করি রোববার ভালো ভোট হবে। এই মুহূর্তে কোনো আশঙ্কা মনে করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে।’
তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল ১ হাজার ৭টি ইউপির। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টির ভোট। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৫৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ ও সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন।
এর আগে প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউপিতে ভোট হয়েছে। আজ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে ৮৪৩টি ইউপির ভোট হবে আগামী ২৬ ডিসেম্বর।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গতকাল ইসির সভা শেষে সচিব হুমায়ুন কবীর তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ সিটির ভোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ইউনিয়ন পরিষদের সব ভোট শেষ হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে—এমন আভাস আগেই দিয়েছিল ইসি। গতকাল সভা শেষে ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে কমিশনের আরেকটি সভা হবে। ওই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৯ ঘণ্টা আগে