নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য আপাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো, সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা— সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’
উপদেষ্টা তথ্য আপাদের বলেন, প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির চেষ্টা চলছে। তারা এখনো বেকার হয়নি। আলোচনার দরজা খোলা আছে। তারপরেও রাস্তায় দিনের পর দিন আন্দোলন করার ফলে সরকার বিব্রত হচ্ছে। এই আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগী অনেকে ঢুকে পড়েছে, যারা সরকারকে হয়রানি করতে চাচ্ছে। আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তথ্য আপাদের দুই দফা দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিশ্রুতি (রাজস্বখাতে পদ সৃষ্টি করে স্থায়ীকরণ) আমি দিতে পারি না। এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’
আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘তোমরা রাস্তায় থেকো না। আমি অনুরোধ করছি।’
চাকরির বিধি বিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রিজাইন করার একটা প্রক্রিয়া আছে, জয়েন করারও প্রক্রিয়া আছে, না বলে বাইরে থাকারও একটা প্রক্রিয়া আছে। তোমরা নিয়মের মধ্যে আসবে, আইনের মধ্যে আসবে, ডিসিপ্লিনের মধ্যে আসবে। এটা যদি করতে না পারো তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই।’
আলোচনায় অংশ নেওয়া তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সঙ্গীতা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে তার সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো নিশ্চয়তা দেননি। আমরা ২৩ দিন ধরে রাস্তায়। আমাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
আলোচনাকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তথ্য আপা প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ‘তথ্য আপা’ প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। দেশের ৪৯২ উপজেলায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে চলতি মাসের পর প্রকল্পের কর্মীরা বেকার হয়ে পড়বেন। চাকরির স্থায়ী সমাধান চেয়ে গত ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আপারা। বিএনপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তথ্য আপাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তথ্য আপাদের দুই দফা দাবি হলো-চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া।

আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য আপাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো, সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা— সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’
উপদেষ্টা তথ্য আপাদের বলেন, প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির চেষ্টা চলছে। তারা এখনো বেকার হয়নি। আলোচনার দরজা খোলা আছে। তারপরেও রাস্তায় দিনের পর দিন আন্দোলন করার ফলে সরকার বিব্রত হচ্ছে। এই আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগী অনেকে ঢুকে পড়েছে, যারা সরকারকে হয়রানি করতে চাচ্ছে। আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তথ্য আপাদের দুই দফা দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিশ্রুতি (রাজস্বখাতে পদ সৃষ্টি করে স্থায়ীকরণ) আমি দিতে পারি না। এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’
আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘তোমরা রাস্তায় থেকো না। আমি অনুরোধ করছি।’
চাকরির বিধি বিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রিজাইন করার একটা প্রক্রিয়া আছে, জয়েন করারও প্রক্রিয়া আছে, না বলে বাইরে থাকারও একটা প্রক্রিয়া আছে। তোমরা নিয়মের মধ্যে আসবে, আইনের মধ্যে আসবে, ডিসিপ্লিনের মধ্যে আসবে। এটা যদি করতে না পারো তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই।’
আলোচনায় অংশ নেওয়া তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সঙ্গীতা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে তার সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো নিশ্চয়তা দেননি। আমরা ২৩ দিন ধরে রাস্তায়। আমাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
আলোচনাকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তথ্য আপা প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ‘তথ্য আপা’ প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। দেশের ৪৯২ উপজেলায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে চলতি মাসের পর প্রকল্পের কর্মীরা বেকার হয়ে পড়বেন। চাকরির স্থায়ী সমাধান চেয়ে গত ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আপারা। বিএনপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তথ্য আপাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তথ্য আপাদের দুই দফা দাবি হলো-চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে। তবে ওই অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতে মোবাইল সিমের সংখ্যা কমানোর বিষয়ে বিটিআরসিকে তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
৬ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্কের শীতলতার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর...
৬ ঘণ্টা আগে