নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রতিনিধিদের মাথায় যদি অন্য ধান্দা থাকে তাহলে উন্নয়ন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘মাথায় যদি কিছু না থাকে, অন্য ধান্দা যদি থাকে। তাহলে ক্ষমতা উপভোগ করা যাবে, তবে কোনো কাজ হবে না, উন্নয়ন হবে না। মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
আজ বুধবার গুলশানের নগর ভবনে আয়োজিত "সুস্থতার জন্য সামাজিক আন্দোলন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এডিস থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এলাকার স্কুল কলেজ, মসজিদসহ বিভিন্ন সংগঠনকে মশক নিধনে যুক্ত করতে হবে। সিটি করপোরেশনের কর্মসূচির কারণে মানুষের মাঝে অনেক সচেতনতা বাড়াতে হবে।
মশার কোনো বর্ডার (সীমান্ত) নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশার কোনো বর্ডার নেই। আপনি বাসা পরিষ্কার রাখলেন, কিন্তু পাশের বসার মশা এসে ডেঙ্গু ছড়াতে পারে। তাই সমন্বিত ভাবে কাজ করতে হবে। প্রত্যেকর মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থতার জন্য সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। সবাই মিলে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরবৃন্দকে সঙ্গে নিয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে মশক নিধনে কীটতত্ববিদ দ্বারা পরীক্ষিত ও কার্যকর লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে।’

জনপ্রতিনিধিদের মাথায় যদি অন্য ধান্দা থাকে তাহলে উন্নয়ন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘মাথায় যদি কিছু না থাকে, অন্য ধান্দা যদি থাকে। তাহলে ক্ষমতা উপভোগ করা যাবে, তবে কোনো কাজ হবে না, উন্নয়ন হবে না। মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
আজ বুধবার গুলশানের নগর ভবনে আয়োজিত "সুস্থতার জন্য সামাজিক আন্দোলন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এডিস থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এলাকার স্কুল কলেজ, মসজিদসহ বিভিন্ন সংগঠনকে মশক নিধনে যুক্ত করতে হবে। সিটি করপোরেশনের কর্মসূচির কারণে মানুষের মাঝে অনেক সচেতনতা বাড়াতে হবে।
মশার কোনো বর্ডার (সীমান্ত) নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশার কোনো বর্ডার নেই। আপনি বাসা পরিষ্কার রাখলেন, কিন্তু পাশের বসার মশা এসে ডেঙ্গু ছড়াতে পারে। তাই সমন্বিত ভাবে কাজ করতে হবে। প্রত্যেকর মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থতার জন্য সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। সবাই মিলে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরবৃন্দকে সঙ্গে নিয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে মশক নিধনে কীটতত্ববিদ দ্বারা পরীক্ষিত ও কার্যকর লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে।’

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন।
৯ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে