নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের ছয় সন্তান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে বাবার নাম পরিবর্তন করেছেন। সেই এনআইডি দিয়ে তাঁরা পাসপোর্টও বানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
এই ঘটনা তদন্তের জন্য গত ২১ মে জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার আসামি রিসালদার মোসলেহ উদ্দিন নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া পত্রে উল্লেখ করা রয়েছে। তাঁর ছয় ছেলেমেয়ে জাতীয় পরিচয়পত্রে বাবার নাম বদল করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। সংশোধিত এনআইডির মাধ্যমে তিন ছেলেমেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সও করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডি, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটাবেইসে বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মর্মে পত্রে উল্লেখ করা রয়েছে। মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডিতে বাবার নাম পরিবর্তনের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, এনটিএমসি থেকে একটি তথ্য জানতে চেয়েছে। ওনারা ২০০৬–০৭ সালে নরসিংদীতে আবেদন করেছেন। এখন মাঠপর্যায় থেকে তথ্য আনব, তারপর বলতে পারব।
ইসি সচিব বলেন, ‘ওই সময়ের আবেদনগুলো স্ক্যান করা নেই। ওনারা পরিবর্তন করেছেন নাকি প্রথমেই ওই নামে করেছেন, এটিতো এখনই বলা যাচ্ছে না।’

জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের ছয় সন্তান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে বাবার নাম পরিবর্তন করেছেন। সেই এনআইডি দিয়ে তাঁরা পাসপোর্টও বানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
এই ঘটনা তদন্তের জন্য গত ২১ মে জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার আসামি রিসালদার মোসলেহ উদ্দিন নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া পত্রে উল্লেখ করা রয়েছে। তাঁর ছয় ছেলেমেয়ে জাতীয় পরিচয়পত্রে বাবার নাম বদল করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। সংশোধিত এনআইডির মাধ্যমে তিন ছেলেমেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সও করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডি, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটাবেইসে বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মর্মে পত্রে উল্লেখ করা রয়েছে। মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডিতে বাবার নাম পরিবর্তনের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, এনটিএমসি থেকে একটি তথ্য জানতে চেয়েছে। ওনারা ২০০৬–০৭ সালে নরসিংদীতে আবেদন করেছেন। এখন মাঠপর্যায় থেকে তথ্য আনব, তারপর বলতে পারব।
ইসি সচিব বলেন, ‘ওই সময়ের আবেদনগুলো স্ক্যান করা নেই। ওনারা পরিবর্তন করেছেন নাকি প্রথমেই ওই নামে করেছেন, এটিতো এখনই বলা যাচ্ছে না।’

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে করার তপসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
এ সম্পর্কিত আবেদনের চিঠিতে বলা হয়, ‘উল্লিখিত আসামিগণ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।’
১ ঘণ্টা আগে
নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে