নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমার এলাকার মানুষ বুকভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সদ্য বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এ সময় তিনি দাবি করেন, ‘অনিচ্ছা সত্ত্বেও বিএনপির দলীয় সিদ্ধান্তে পদত্যাগে বাধ্য হয়েছিলাম।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য দিয়ে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকিটে বিজয়ী হয়েছিলেন আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। পরে দলীয় সিদ্ধান্ত ভুল দাবি করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা করেন বিএনপির সাবেক এ নেতা। উপনির্বাচন করার ঘোষণা দেওয়ার পরে বিএনপি তাঁকে বহিষ্কার করে। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিজয়ী হন। তাঁর পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও প্রচারণায় অংশ নিয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল্লাহকে স্মরণ করেন আব্দুস সাত্তার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁর বক্তব্যে। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুস সাত্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ১ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।’
নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির সাবেক এ নেতা। পাঁচবার সংসদ সদস্য থাকার সময়ে এলাকার উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘তারপরও জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি।’
চার বছর না যেতে অনিচ্ছা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি যখন কোনো সিদ্ধান্ত নেই, সেটা সততার সঙ্গে গ্রহণ করি। এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি। আল্লাহর রহমতে এই সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হই। আমার এলাকার মানুষ বুকভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকার উন্নয়নে সুদৃষ্টি দেবেন বলে আস্থা ও বিশ্বাস রয়েছে বলে জানান তিনি। বলেন, ‘আপনার সুদৃষ্টি এলাকার মানুষের ঐতিহ্য ফিরে পাবে। আপনি বঙ্গবন্ধুর কন্যা এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

আমার এলাকার মানুষ বুকভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সদ্য বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এ সময় তিনি দাবি করেন, ‘অনিচ্ছা সত্ত্বেও বিএনপির দলীয় সিদ্ধান্তে পদত্যাগে বাধ্য হয়েছিলাম।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য দিয়ে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকিটে বিজয়ী হয়েছিলেন আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। পরে দলীয় সিদ্ধান্ত ভুল দাবি করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা করেন বিএনপির সাবেক এ নেতা। উপনির্বাচন করার ঘোষণা দেওয়ার পরে বিএনপি তাঁকে বহিষ্কার করে। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিজয়ী হন। তাঁর পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও প্রচারণায় অংশ নিয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল্লাহকে স্মরণ করেন আব্দুস সাত্তার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁর বক্তব্যে। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুস সাত্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ১ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।’
নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির সাবেক এ নেতা। পাঁচবার সংসদ সদস্য থাকার সময়ে এলাকার উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘তারপরও জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি।’
চার বছর না যেতে অনিচ্ছা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি যখন কোনো সিদ্ধান্ত নেই, সেটা সততার সঙ্গে গ্রহণ করি। এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি। আল্লাহর রহমতে এই সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হই। আমার এলাকার মানুষ বুকভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকার উন্নয়নে সুদৃষ্টি দেবেন বলে আস্থা ও বিশ্বাস রয়েছে বলে জানান তিনি। বলেন, ‘আপনার সুদৃষ্টি এলাকার মানুষের ঐতিহ্য ফিরে পাবে। আপনি বঙ্গবন্ধুর কন্যা এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৮ ঘণ্টা আগে