
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনপ্রধান ভলকার তুর্ক। চিঠিতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনপ্রধান ভলকার তুর্কের ওই চিঠিতে তারিখ উল্লেখ আছে ‘১ নভেম্বর’। চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের বাইরে প্রয়োজনীয় জরুরি এবং বিশেষ চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য আমি আপনার সরকারের কাছে তাঁর (খালেদা জিয়া) মুক্তির জন্য আবেদন জানাচ্ছি।’
আগামী জানুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো আটক কিংবা গ্রেপ্তার না করার জন্যও আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এ ধরনের কার্যকলাপ বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তুর্ক।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যাটলিং বেগমস’ নামে পরিচিত শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে তীব্র বিরোধই গত চার দশক ধরে ১৭ কোটি মানুষের দেশটির রাজনীতি প্রভাবিত করছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রধান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ১৭ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। ২০২০ সাল থেকে তিনি গৃহবন্দী।
গত মাসে তিন মার্কিন চিকিৎসক লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদ্রোগে আক্রান্ত খালেদা জিয়ার সার্জারি করেন। লিভার প্রতিস্থাপনের জন্য তাঁকে জার্মানি নিতে পরিবারের আবেদন বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনপ্রধান ভলকার তুর্ক। চিঠিতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনপ্রধান ভলকার তুর্কের ওই চিঠিতে তারিখ উল্লেখ আছে ‘১ নভেম্বর’। চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের বাইরে প্রয়োজনীয় জরুরি এবং বিশেষ চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য আমি আপনার সরকারের কাছে তাঁর (খালেদা জিয়া) মুক্তির জন্য আবেদন জানাচ্ছি।’
আগামী জানুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো আটক কিংবা গ্রেপ্তার না করার জন্যও আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এ ধরনের কার্যকলাপ বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তুর্ক।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যাটলিং বেগমস’ নামে পরিচিত শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে তীব্র বিরোধই গত চার দশক ধরে ১৭ কোটি মানুষের দেশটির রাজনীতি প্রভাবিত করছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রধান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ১৭ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। ২০২০ সাল থেকে তিনি গৃহবন্দী।
গত মাসে তিন মার্কিন চিকিৎসক লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদ্রোগে আক্রান্ত খালেদা জিয়ার সার্জারি করেন। লিভার প্রতিস্থাপনের জন্য তাঁকে জার্মানি নিতে পরিবারের আবেদন বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৬ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১০ ঘণ্টা আগে