নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধের মধ্যে দোকানপাট বন্ধ। নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। এর মধ্যে টিসিবির ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে পণ্য কিনে বেশ খুশি ক্রেতারা। চিনি ও ডালের দাম নিয়ে আপত্তি না থাকলেও তেলের দাম আরেকটু কমানোর দাবি তাঁদের।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচা, শান্তিনগর ও রামপুরায় গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য কিনতে একেকটি ট্রাকের পেছনে ২০০–৩০০ মানুষ লাইনে দাঁড়িয়েছেন। মাস্ক ছাড়া কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। লাইন বেশ লম্বা হওয়ায় গাদাগাদি করেই তাঁদের দাঁড়াতে দেখা যায়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত সোমবার থেকে ট্রাকে করে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে। কোরবানির ঈদের ছুটি বাদে আগামী ২৯ জুলাই পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে সরকারি এই প্রতিষ্ঠান।
সারা দেশে ৪৫০টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। একেকটি ট্রাককে ৫০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল ও ৮০০-১২০০ লিটার করে সয়াবিন তেল দেওয়া হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার তেল কিনতে পারছেন। প্রতি লিটার তেল ১০০ টাকা এবং চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
সেগুনবাগিচা বাজারে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনেন হোটেল কর্মচারী সুমন কায়সার। আজকের পত্রিকাকে তিনি বলেন, সকালে এখান থেকে দুই লিটারের দুটি করে তেলের বোতল দেওয়া হলেও মানুষ বেড়ে যাওয়ায় এখন এক বোতল করে তেল দেওয়া হচ্ছে। চিনি ও ডালের দাম ঠিক আছে, তেলের দাম একটু বেশি। তেলের দামটা আরেকটু কম হলে আমাদের জন্য ভালো হতো।
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ টিসিবির পণ্য বিক্রির এই কেন্দ্র পরিদর্শন করেন। দুই লিটার তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালে কত দিন চলবে জানতে চাইলে কয়েকজন ক্রেতা তাঁকে জানান, এসব দিয়ে ১৪-১৫ দিন যাবে।
সেগুনবাগিচায় শরিফা খাতুন নামে এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, লকডাউনের মধ্যে তো দোকানপাট বন্ধ। এখন দোকানে জিনিসেরও অনেক দাম। এভাবে ট্রাকে করে পণ্য বিক্রি করায় আমাদের উপকার হচ্ছে।
শান্তিনগর বাজারের পাশে টিসিবির পণ্য কেনেন একটি পোশাক দোকানের কর্মী আল আমিন। তিনি বলেন, এভাবে তেল, ডাল কেনার সুযোগ থাকায় তাদের জন্য ভালো হয়েছে। তেলের দাম আরেকটু কম হলে ভালো হতো। ১০০ টাকা করে তেল কিনতে কষ্ট হয়। কয়েকজন ডিলার জানান, টিসিবির পণ্য বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। দেরিতে এসব পণ্য কিনতে আসা অনেকেই তা পাচ্ছেন না। এ ছাড়া লাইনের শেষ দিকে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে অনেককেই পণ্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
সবাই যাতে পণ্য পায়, সে জন্য টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান একজনের কাছে দুই লিটার করে তেল ও দুই কেজি করে চিনি ও ডাল বিক্রি করতে ডিলারদের নির্দেশনা দেন।
টিবিসির পণ্য বিক্রির কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বাণিজ্যসচিব তপন কান্তি সাংবাদিকদের বলেন, শিল্পকারখানা খোলা থাকায় সেসব অঞ্চলে ট্রাক সেল বাড়িয়ে দিয়েছি। বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যের মজুত সমস্যা না।
সচিব বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনেন, তা নিশ্চিত করতে প্রত্যেক কেন্দ্রের নাম-ঠিকানা দিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিচ্ছি।

কঠোর বিধিনিষেধের মধ্যে দোকানপাট বন্ধ। নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। এর মধ্যে টিসিবির ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে পণ্য কিনে বেশ খুশি ক্রেতারা। চিনি ও ডালের দাম নিয়ে আপত্তি না থাকলেও তেলের দাম আরেকটু কমানোর দাবি তাঁদের।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচা, শান্তিনগর ও রামপুরায় গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য কিনতে একেকটি ট্রাকের পেছনে ২০০–৩০০ মানুষ লাইনে দাঁড়িয়েছেন। মাস্ক ছাড়া কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। লাইন বেশ লম্বা হওয়ায় গাদাগাদি করেই তাঁদের দাঁড়াতে দেখা যায়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত সোমবার থেকে ট্রাকে করে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে। কোরবানির ঈদের ছুটি বাদে আগামী ২৯ জুলাই পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে সরকারি এই প্রতিষ্ঠান।
সারা দেশে ৪৫০টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। একেকটি ট্রাককে ৫০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল ও ৮০০-১২০০ লিটার করে সয়াবিন তেল দেওয়া হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার তেল কিনতে পারছেন। প্রতি লিটার তেল ১০০ টাকা এবং চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
সেগুনবাগিচা বাজারে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনেন হোটেল কর্মচারী সুমন কায়সার। আজকের পত্রিকাকে তিনি বলেন, সকালে এখান থেকে দুই লিটারের দুটি করে তেলের বোতল দেওয়া হলেও মানুষ বেড়ে যাওয়ায় এখন এক বোতল করে তেল দেওয়া হচ্ছে। চিনি ও ডালের দাম ঠিক আছে, তেলের দাম একটু বেশি। তেলের দামটা আরেকটু কম হলে আমাদের জন্য ভালো হতো।
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ টিসিবির পণ্য বিক্রির এই কেন্দ্র পরিদর্শন করেন। দুই লিটার তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালে কত দিন চলবে জানতে চাইলে কয়েকজন ক্রেতা তাঁকে জানান, এসব দিয়ে ১৪-১৫ দিন যাবে।
সেগুনবাগিচায় শরিফা খাতুন নামে এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, লকডাউনের মধ্যে তো দোকানপাট বন্ধ। এখন দোকানে জিনিসেরও অনেক দাম। এভাবে ট্রাকে করে পণ্য বিক্রি করায় আমাদের উপকার হচ্ছে।
শান্তিনগর বাজারের পাশে টিসিবির পণ্য কেনেন একটি পোশাক দোকানের কর্মী আল আমিন। তিনি বলেন, এভাবে তেল, ডাল কেনার সুযোগ থাকায় তাদের জন্য ভালো হয়েছে। তেলের দাম আরেকটু কম হলে ভালো হতো। ১০০ টাকা করে তেল কিনতে কষ্ট হয়। কয়েকজন ডিলার জানান, টিসিবির পণ্য বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। দেরিতে এসব পণ্য কিনতে আসা অনেকেই তা পাচ্ছেন না। এ ছাড়া লাইনের শেষ দিকে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে অনেককেই পণ্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
সবাই যাতে পণ্য পায়, সে জন্য টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান একজনের কাছে দুই লিটার করে তেল ও দুই কেজি করে চিনি ও ডাল বিক্রি করতে ডিলারদের নির্দেশনা দেন।
টিবিসির পণ্য বিক্রির কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বাণিজ্যসচিব তপন কান্তি সাংবাদিকদের বলেন, শিল্পকারখানা খোলা থাকায় সেসব অঞ্চলে ট্রাক সেল বাড়িয়ে দিয়েছি। বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যের মজুত সমস্যা না।
সচিব বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনেন, তা নিশ্চিত করতে প্রত্যেক কেন্দ্রের নাম-ঠিকানা দিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিচ্ছি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৬ ঘণ্টা আগে