নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলেও সিন্ডিকেটের কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মরক সই হয়েছে।
জাপার এমপি রুস্তম আলী ফরাজী বলেন, ‘সবকিছু হওয়ার পরে এখানকার (বাংলাদেশ) মন্ত্রী ওখানে বারবার গেলেন, ওনাদের (মালয়েশিয়া) মানবসম্পদ মন্ত্রী বললেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান। আমরা নেব।’
এমপি বলেন, ‘আমাদের দেশ থেকে বারবার সফর করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিন্ডিকেটের কারণে। কয়েকটা বিশেষ গোষ্ঠীকে আমরা যদি সুযোগ দিই, তাহলে দাম বেড়ে যাবে। এখন মালয়েশিয়ায় যাওয়া যায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। কিন্তু পরে লাগবে ৩ থেকে ৪ লাখ টাকা। আমাদের দেশের নিম্নবিত্ত ও সাধারণ মানুষ কী করে এ টাকা সংগ্রহ করবে!’
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপার এ এমপি বলেন, ‘তালবাহানা না করে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সবাইকে ছেড়ে দেন, ওনাদের সঙ্গে আলোচনা করুন, যাতে অল্প পয়সায় যেতে পারে, সে ব্যবস্থা করুন। দেশের মানুষ এটা চায়।’
সাধারণ ঘরের সন্তানেরা মালয়েমিয়া গেলে রেমিট্যান্স আসবে উল্লেখ করে রুস্তম আলী বলেন, ‘অর্থমন্ত্রীর অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ হবে। দেশের কর্ম সংস্থান হবে, আয় বাড়বে এবং বেকারত্ব দূর হবে।’
সমস্যার আশু সমাধানে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ যাতে মালয়েশিয়ায় যেতে সেই ব্যবস্থা ত্বরিৎ করতে পারে।’

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলেও সিন্ডিকেটের কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মরক সই হয়েছে।
জাপার এমপি রুস্তম আলী ফরাজী বলেন, ‘সবকিছু হওয়ার পরে এখানকার (বাংলাদেশ) মন্ত্রী ওখানে বারবার গেলেন, ওনাদের (মালয়েশিয়া) মানবসম্পদ মন্ত্রী বললেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান। আমরা নেব।’
এমপি বলেন, ‘আমাদের দেশ থেকে বারবার সফর করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিন্ডিকেটের কারণে। কয়েকটা বিশেষ গোষ্ঠীকে আমরা যদি সুযোগ দিই, তাহলে দাম বেড়ে যাবে। এখন মালয়েশিয়ায় যাওয়া যায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। কিন্তু পরে লাগবে ৩ থেকে ৪ লাখ টাকা। আমাদের দেশের নিম্নবিত্ত ও সাধারণ মানুষ কী করে এ টাকা সংগ্রহ করবে!’
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপার এ এমপি বলেন, ‘তালবাহানা না করে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সবাইকে ছেড়ে দেন, ওনাদের সঙ্গে আলোচনা করুন, যাতে অল্প পয়সায় যেতে পারে, সে ব্যবস্থা করুন। দেশের মানুষ এটা চায়।’
সাধারণ ঘরের সন্তানেরা মালয়েমিয়া গেলে রেমিট্যান্স আসবে উল্লেখ করে রুস্তম আলী বলেন, ‘অর্থমন্ত্রীর অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ হবে। দেশের কর্ম সংস্থান হবে, আয় বাড়বে এবং বেকারত্ব দূর হবে।’
সমস্যার আশু সমাধানে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ যাতে মালয়েশিয়ায় যেতে সেই ব্যবস্থা ত্বরিৎ করতে পারে।’

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে