এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকার

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারত সফররত মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। আজ সোমবার (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।
এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?
জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’
তুলসী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।
বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে। এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের ওপর বাস্তবায়ন করতে চায়।
মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারত সফররত মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। আজ সোমবার (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।
এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?
জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’
তুলসী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।
বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে। এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের ওপর বাস্তবায়ন করতে চায়।
মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে
দুদক জানিয়েছে, সাতজন নিম্ন আয়ের মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাগুজে প্রতিষ্ঠান খুলে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান ক্ষমতার অপব্যবহার করে এসব ঋণ জালিয়াতিতে সহায়তা করেন। এ ঘটনায় সাইফুজ্জামানের ভাই ও ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান
৪ ঘণ্টা আগে
বৈঠক সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় দেওয়া হয়েছিল।
৫ ঘণ্টা আগে
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা আদায় করত। অভিযোগসংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন।
৫ ঘণ্টা আগে