নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে বিশেষ সহকারী লিখেছেন, ‘রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পেয়েছে। এটাকে সময়ের বিবেচনায় অসামান্য অর্জন বলেই মনে করি। ইউএসটিআর নেগোসিয়েশনে বাংলাদেশ দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ পুরো দল গত দুই মাস ব্যাপক পরিশ্রম করেছেন। কয়েকটি মিটিংয়ে তাঁদের কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এ এক অনন্য অভিজ্ঞতা। আমি তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’
২০ শতাংশ ট্যারিফ প্রাপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবেশীসহ আঞ্চলিক রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে গেল উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, ‘আমি আশা করি ব্যবসায়ী মহল সরকারকে এ বিষয়ে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে।’
কিছু ব্যবসায়ীর প্রতি অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, ‘বাংলাদেশের ইন্সেন্টিভ-নির্ভর কিছু ব্যবসায়ী অধৈর্য হয়ে পত্র-পত্রিকায় ক্রমাগত বিভিন্ন গুজব এবং হতাশার খবর ছড়াচ্ছিল। যারা ইউএস মার্কেটে শুধু বিক্রি করে, সেখান থেকে তেমন কিছু কেনে না—এ ধরনের ব্যবসায়ীরা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। ইউএস থেকে যাদের কেনার কিছু নেই, স্বাভাবিক কারণেই তাদের নেগোসিয়েশন টিমে রাখা কিংবা তাদের বলয়ের লবিস্ট নিয়োগের পরামর্শ ছিল হাস্যকর এবং শিশুতোষ।’
ফয়েজ আহমদ আরও লিখেছেন, ‘সময় হয়েছে আঞ্চলিকভাবে এই নতুন শুল্কহার কাজে লাগানোর সমন্বিত পরিকল্পনায় মনোনিবেশ করা। ড. খলিলুর রহমান এবং শেখ বশির উদ্দিনের চৌকশ পারফরম্যান্সকে সামনে এগিয়ে নিতে হবে। নেগোসিয়েশনে এমবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটা ছিল একটা বড় টিম ওয়ার্ক।’
সবশেষে ফয়েজ আহমদ লিখেছেন, ‘যারা নন ডিসক্লাসার অ্যাগ্রিমেন্ট লিক করে সরকারকে তথা বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে, তাদেরও নিন্দা জানাই। বিশৃঙ্খলা তৈরি করে অ্যাটেনশন সিক করা, শত্রু দেশের অনুকূলে এজেন্সিগিরি করা, দেশের ক্ষতি করে নিজেদের স্বার্থ উদ্ধার এদের হীন উদ্দেশ্য। দেশি-বিদেশি চক্রান্তকারীদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে বিশেষ সহকারী লিখেছেন, ‘রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পেয়েছে। এটাকে সময়ের বিবেচনায় অসামান্য অর্জন বলেই মনে করি। ইউএসটিআর নেগোসিয়েশনে বাংলাদেশ দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ পুরো দল গত দুই মাস ব্যাপক পরিশ্রম করেছেন। কয়েকটি মিটিংয়ে তাঁদের কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এ এক অনন্য অভিজ্ঞতা। আমি তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’
২০ শতাংশ ট্যারিফ প্রাপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবেশীসহ আঞ্চলিক রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে গেল উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, ‘আমি আশা করি ব্যবসায়ী মহল সরকারকে এ বিষয়ে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে।’
কিছু ব্যবসায়ীর প্রতি অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, ‘বাংলাদেশের ইন্সেন্টিভ-নির্ভর কিছু ব্যবসায়ী অধৈর্য হয়ে পত্র-পত্রিকায় ক্রমাগত বিভিন্ন গুজব এবং হতাশার খবর ছড়াচ্ছিল। যারা ইউএস মার্কেটে শুধু বিক্রি করে, সেখান থেকে তেমন কিছু কেনে না—এ ধরনের ব্যবসায়ীরা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। ইউএস থেকে যাদের কেনার কিছু নেই, স্বাভাবিক কারণেই তাদের নেগোসিয়েশন টিমে রাখা কিংবা তাদের বলয়ের লবিস্ট নিয়োগের পরামর্শ ছিল হাস্যকর এবং শিশুতোষ।’
ফয়েজ আহমদ আরও লিখেছেন, ‘সময় হয়েছে আঞ্চলিকভাবে এই নতুন শুল্কহার কাজে লাগানোর সমন্বিত পরিকল্পনায় মনোনিবেশ করা। ড. খলিলুর রহমান এবং শেখ বশির উদ্দিনের চৌকশ পারফরম্যান্সকে সামনে এগিয়ে নিতে হবে। নেগোসিয়েশনে এমবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটা ছিল একটা বড় টিম ওয়ার্ক।’
সবশেষে ফয়েজ আহমদ লিখেছেন, ‘যারা নন ডিসক্লাসার অ্যাগ্রিমেন্ট লিক করে সরকারকে তথা বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে, তাদেরও নিন্দা জানাই। বিশৃঙ্খলা তৈরি করে অ্যাটেনশন সিক করা, শত্রু দেশের অনুকূলে এজেন্সিগিরি করা, দেশের ক্ষতি করে নিজেদের স্বার্থ উদ্ধার এদের হীন উদ্দেশ্য। দেশি-বিদেশি চক্রান্তকারীদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে