নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাজার মেয়াদ গণনার ক্ষেত্রে হাজতবাস বাদ দেওয়ার বিধান যথাযথভাবে প্রতিপালন করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৬ বছর কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা যথাযথভাবে পালন করতে কারা কর্তৃপক্ষ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদালতের সিদ্ধান্ত পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, আসামি ইউনুছ আলীকে জোড়া খুনের মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগে বলেন, তিনি ২৬ বছর ধরে কারাবাসে রয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারায় বলা হয়েছে, বিচারের সময়ে আসামি যত দিন হাজতবাস করবেন, এই সময় সাজা থেকে বাদ যাবে। এ ক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ক ধারা উল্লেখ করা ছিল না। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ হিসাব করে দেখে তাঁকে মুক্তি দেবেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রায় ২৬ বছর ধরে ইউনুছ আলী কারাবাস করছেন। জেল কোড অনুযায়ী যেখানে কারাবাস হয় ৩৪ বছরের মতো। যাবজ্জীবন মানে ৩০ বছর ধরে নিলে তিনি চার বছর বেশি কারাবাস করেছেন। তিনি বলেন, এর ফলে যারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন তাঁরা এ রায়ের সুবিধা পাবেন।
এদিকে একের পর এক আইনজীবী ছাড়াই বিচার প্রার্থীদের দেশের সর্বোচ্চ আদালতে সরাসরি দাঁড়ানো ‘ফ্যাশন’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
আজ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কয়েকজন তাঁদের মামলা নিষ্পত্তির আবেদন করেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এরপর আইনজীবী থাকা সত্ত্বেও কোনো বিচারপ্রার্থী আদালতে দাঁড়ালে ওই আইনজীবীর সনদ বাতিল করে দেওয়া হবে।

সাজার মেয়াদ গণনার ক্ষেত্রে হাজতবাস বাদ দেওয়ার বিধান যথাযথভাবে প্রতিপালন করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৬ বছর কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা যথাযথভাবে পালন করতে কারা কর্তৃপক্ষ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদালতের সিদ্ধান্ত পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, আসামি ইউনুছ আলীকে জোড়া খুনের মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগে বলেন, তিনি ২৬ বছর ধরে কারাবাসে রয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারায় বলা হয়েছে, বিচারের সময়ে আসামি যত দিন হাজতবাস করবেন, এই সময় সাজা থেকে বাদ যাবে। এ ক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ক ধারা উল্লেখ করা ছিল না। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ হিসাব করে দেখে তাঁকে মুক্তি দেবেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রায় ২৬ বছর ধরে ইউনুছ আলী কারাবাস করছেন। জেল কোড অনুযায়ী যেখানে কারাবাস হয় ৩৪ বছরের মতো। যাবজ্জীবন মানে ৩০ বছর ধরে নিলে তিনি চার বছর বেশি কারাবাস করেছেন। তিনি বলেন, এর ফলে যারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন তাঁরা এ রায়ের সুবিধা পাবেন।
এদিকে একের পর এক আইনজীবী ছাড়াই বিচার প্রার্থীদের দেশের সর্বোচ্চ আদালতে সরাসরি দাঁড়ানো ‘ফ্যাশন’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
আজ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কয়েকজন তাঁদের মামলা নিষ্পত্তির আবেদন করেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এরপর আইনজীবী থাকা সত্ত্বেও কোনো বিচারপ্রার্থী আদালতে দাঁড়ালে ওই আইনজীবীর সনদ বাতিল করে দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ‘বার্তা’ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর এই বার্তা প্রচার করা হবে।
৪১ মিনিট আগে
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি
১ ঘণ্টা আগে
আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে.........
১ ঘণ্টা আগে