নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই কমিটির প্রধান হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। বর্তমানে তিনি আইন কমিশনের সদস্য পদে আছেন।
শামীম হাসনাইন ছাড়া কমিটির বাকি ৪ সদস্য হলেন—শামীম আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১), কাজী মাহফুজুল হক (সুপণ), সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা ও ড. মো. আব্দুল আলীম, নির্বাচন বিশেষজ্ঞ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বহু বিতর্ক, সমালোচনার অভিযোগ উঠেছে। এই তিন নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন করেছে।
কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই কমিটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাচিবিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যেকোনো দপ্তরের দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই কমিটির প্রধান হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। বর্তমানে তিনি আইন কমিশনের সদস্য পদে আছেন।
শামীম হাসনাইন ছাড়া কমিটির বাকি ৪ সদস্য হলেন—শামীম আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১), কাজী মাহফুজুল হক (সুপণ), সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা ও ড. মো. আব্দুল আলীম, নির্বাচন বিশেষজ্ঞ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বহু বিতর্ক, সমালোচনার অভিযোগ উঠেছে। এই তিন নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন করেছে।
কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই কমিটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাচিবিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যেকোনো দপ্তরের দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে