নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।
বেলা পৌনে তিনটা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হলো, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকেরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে।’
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে গেজেট হওয়া পর্যন্ত নির্বাচনী আচরণবিধির বিষয়টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি পর্যবেক্ষণ করে। এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ওই কমিটিতে সারা দেশে সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকেরা দায়িত্ব পালন করেন।
সিইসি বলেন, ‘বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি। যাতে ওই সময় ওনারা (বিচারকেরা) দায়িত্ব পালন করেন, ডিসেম্বর মাসে। আর জানুয়ারি মাসে আগের মতোই দায়িত্ব পালন করবেন। তিনি (প্রধান বিচারপতি) বলেছেন, এটা বিবেচনায় রাখবেন।’
দুই দলের সমঝোতার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।
বেলা পৌনে তিনটা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হলো, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকেরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে।’
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে গেজেট হওয়া পর্যন্ত নির্বাচনী আচরণবিধির বিষয়টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি পর্যবেক্ষণ করে। এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ওই কমিটিতে সারা দেশে সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকেরা দায়িত্ব পালন করেন।
সিইসি বলেন, ‘বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি। যাতে ওই সময় ওনারা (বিচারকেরা) দায়িত্ব পালন করেন, ডিসেম্বর মাসে। আর জানুয়ারি মাসে আগের মতোই দায়িত্ব পালন করবেন। তিনি (প্রধান বিচারপতি) বলেছেন, এটা বিবেচনায় রাখবেন।’
দুই দলের সমঝোতার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৫ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে