নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘জনগণ ভোট দিতে যায়নি। বিরোধী দলের পক্ষে জনগণ আছে। খুব দ্রুতই এই নিরব জনগণ সরব হবে। এই সরকারের পতন হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। দেশের মানুষ প্রতারণার নির্বাচন বাতিল চায়। অবিলম্বে নির্বাচন কালীন সরকার প্রতিষ্ঠা করুন, জনগণের দাবি মেনে নিন।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।
এদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘জনগণ ভোট দিতে যায়নি। বিরোধী দলের পক্ষে জনগণ আছে। খুব দ্রুতই এই নিরব জনগণ সরব হবে। এই সরকারের পতন হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। দেশের মানুষ প্রতারণার নির্বাচন বাতিল চায়। অবিলম্বে নির্বাচন কালীন সরকার প্রতিষ্ঠা করুন, জনগণের দাবি মেনে নিন।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।
এদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৬ ঘণ্টা আগে