সাইফুল মাসুম, মালদ্বীপ থেকে ফিরে

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্রে দুই দেশের পর্যটন ব্যবস্থাপনাই পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
মোট ১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের স্থলভাগের আয়তন মাত্র ২৯৮ বর্গকিলোমিটার। এর মধ্যে সবগুলোতে কিন্তু মানুষের বসতি নেই। দেশটির ৮০০ দ্বীপে কেউ থাকে না। এগুলো ভার্জিন আইল্যান্ড হিসেবে পরিচিত। মাত্র ২০০ দ্বীপে মানুষের বসতি আছে। আর পর্যটনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা দ্বীপের সংখ্যা শতাধিক। এই দ্বীপগুলোকে বলা হয় রিসোর্ট আইল্যান্ড। একটি দ্বীপ আসলে একটি রিসোর্ট। পর্যটনের জন্য এই দ্বীপগুলোর মধ্যে ৭০-৮০টি বিভিন্ন দেশকে ইজারা দিয়েছে দেশটি।
এবার একটু বাংলাদেশের দিকে তাকানো যাক। টুরিস্ট পুলিশের পরিসংখ্যান অনুসারে, দেশে পর্যটকদের আকর্ষণের মতো ১৬৭৫টি দর্শনীয় স্থান রয়েছে। শুধু সংখ্যায় নয়, এই পর্যটন স্থানগুলো বৈচিত্র্যের দিক থেকেও মালদ্বীপ থেকে এগিয়ে। কিন্তু বাংলাদেশ নিজেদের এই শক্তিকে কাজে লাগাতে পারছে না।
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পর্যটন আকর্ষণের কেন্দ্রে রয়েছে সাগর ও সৈকত। বৈচিত্র্য বলতে এর গঠনশৈলী ও সংশ্লিষ্ট রিসোর্ট-প্রদত্ত নানা সেবা ও সুবিধা। অন্যদিকে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো একটি থেকে অন্যটি আলাদা। এখানে যেমন আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, তেমনি আছে সেন্ট মার্টিনের মতো কোরাল দ্বীপ, আছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির মতো পার্বত্য এলাকা, আছে হাওরাঞ্চল, সিলেটের বিস্তৃত চা-বাগান ও এর সঙ্গে আরও নানা বিচিত্র সব পর্যটন স্থান। আছে ঐতিহাসিক নানা স্থাপনা। কিন্তু এত বৈচিত্র্য দিয়েও পর্যটক সেভাবে টানতে পারছে না বাংলাদেশ। তাহলে মালদ্বীপ কীভাবে পারছে?
মালদ্বীপ পারছে তার পর্যটন ব্যবস্থাপনা দিয়ে। শুধু ব্যবস্থাপনার জোরেই দেশটি নিজেদের পর্যটন স্থানগুলোকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারছে। ২০২০ সালে দেশটিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস ‘বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্য’ হিসেবে স্বীকৃতি দেয়। এখানেই থেমে থাকেনি তারা। নিজেদের সম্ভাবনাকে প্রতিনিয়ত তারা উন্মোচিত করছে। বিপরীতে বাংলাদেশ এত এত বৈচিত্র্য নিয়ে শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে পড়ছে।

অনেকে বলে থাকেন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন—এমন অনেক কিছুই করতে পারছে না। কিন্তু মালদ্বীপের দিকে তাকালে এই যুক্তি আর ধোপে টেকে না। তারা ধর্মীয় বিষয়াদিকে যথাযথ সম্মানের জায়গায় রেখেই পর্যটনকে এগিয়ে নিচ্ছে। খোদ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘মালদ্বীপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। তারা ধর্মীয় শ্রদ্ধার জায়গাটিকে অটুট রেখেই পর্যটন খাতকে উন্নত করেছে। রিসোর্ট আইল্যান্ডগুলোতে আপনি বিনোদনের জন্য সব করতে পারেন। কিন্তু স্থানীয় দ্বীপগুলোতে বেশ কিছু নিষেধাজ্ঞা আছে। এ জন্য এখানে লাখ লাখ বিদেশি পর্যটক আসছেন।’
মোট জনসংখ্যায় মুসলিমদের অনুপাত বিচারে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেশটির মোট জনসংখ্যার ৯৮ শতাংশের বেশি মুসলিম। আর বাংলাদেশের ক্ষেত্রে এ হার ৯০ শতাংশের কিছু বেশি। ফলে ধর্মীয় মূল্যবোধকে পর্যটন বিস্তারে বাধা হিসেবে দেখার সুযোগ নেই, যদি মালদ্বীপকে উদাহরণ হিসেবে সামনে আনা যায়।
নাজমুল হাসান আরও বলেন, ‘বিশ্বসেরা যত হোটেল রিসোর্ট ব্র্যান্ড আছে, তাদের সবারই রিসোর্ট এখানে আছে। প্রতিটি রিসোর্টেই নিজেদের মতো করে পর্যটন ব্যবস্থাপনা তৈরি করেছে তারা। সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। মাঝেমধ্যে এগুলোতে কর্মকর্তারা সারপ্রাইজ ভিজিটে যান। অনিয়ম পেলে প্রথমে সতর্ক করা হয়, পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটাই মালদ্বীপের পর্যটন শিল্প বিকাশের মূল কারণ।’
আরেকটি বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা ও যত্ন। বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে গেলে পরিচ্ছন্নতার অভাবটিই সবার আগে নজরে পড়ে। আছে নিরাপত্তার অভাবও। এ দুটি দিকেই এগিয়ে মালদ্বীপ।

কিছুদিন আগে মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির মালদ্বীপ শাখার ব্যবস্থাপক নাজমুল শাকির আজকের পত্রিকাকে বলেন, ‘একটু খেয়াল করলে দেখবেন কত পরিচ্ছন্ন পরিবেশবান্ধব জনপদ। কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলছি। মালদ্বীপের হোটেল মোটেল, রাস্তা, পার্কিং, হাঁটার পথের ব্যবস্থা সব গোছানো। কোথাও ময়লা হচ্ছে না। হোটেল থেকে খাবার নিয়ে লোকে খাচ্ছে; কিন্তু নিচে ময়লা ফেলছে না।’
এটি একদিনে হয়নি। ১৯৭২ সালে মালদ্বীপে রিসোর্ট ছিল মাত্র তিনটি। এখন এ সংখ্যা শতাধিক। এটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও এর বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হয়েছে। দুই দশক আগেও দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিল ৪০ শতাংশের নিচে, এখন যা ৫০ শতাংশের বেশি। জার্মানভিত্তিক এগলিইটিস-মিডিয়ার প্রকল্প ওয়ার্ল্ডডেটা ইনফোর তথ্যমতে, ২০০১ সালে মালদ্বীপের জিডিপির ৬২ দশমিক ৪২ শতাংশ আসত মৎস্য খাত থেকে। আর পর্যটন থেকে আসত ৩৭ দশমিক ৫৮ শতাংশ। সে সময় বাংলাদেশের আয় ছিল জিডিপির ১ শতাংশেরও কম।
মালদ্বীপ ২০০৪ সালে পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেয়। দেড় দশকের ব্যবধানে তার সুফলও পায় তারা। এই সুফল এনে দেওয়া মহাপরিকল্পনা প্রণয়নে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশি; নাম নুরুল ইসলাম নাজেম। পর্যটন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এ অধ্যাপক আজকের পত্রিকাকে বলেন, ‘মালদ্বীপের প্রেক্ষাপট ভিন্ন। তাদের আয়ের বড় অংশ আসে পর্যটন থেকে। সেই অনুপাতে বাংলাদেশে পর্যটন থেকে জিডিপিতে যোগ হয় খুব সামান্য। মালদ্বীপে ১ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে মাত্র ২০০ দ্বীপে মানুষ বসবাস করে। আর ৮০০ দ্বীপে কেউ থাকে না; সেগুলোকে বলা হয় ভার্জিন আইল্যান্ড। পর্যটনের জন্য ৭০-৮০টি আইল্যান্ড তারা পৃথিবীর বিভিন্ন দেশকে ইজারা দিয়েছে। নিজেরা টুরিজমের জন্য কয়েকটা দ্বীপকে ডেভেলপ করেছে। এসব দ্বীপে পর্যটন কাঠামো গড়ে তোলা হয়েছে অত্যন্ত উন্নত ব্যবস্থাপনায়। দেশটিতে ২০১১ সালের পর থেকে পর্যটন শিল্প সবচেয়ে বেশি বিকাশ লাভ করে।’

জাতিসংঘের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্য যাচাই করলে দেখা যায়, বাংলাদেশ ও মালদ্বীপের পর্যটন চিত্র একেবারেই উল্টো। ২০১৯ সালে বাংলাদেশের মোট পর্যটকের ৯৬ শতাংশ ছিল দেশীয় পর্যটক। বিদেশি পর্যটক ছিল মাত্র ৪ শতাংশ। ২০২০ সালেও অনেকটা একই চিত্র, মোট পর্যটকের ৯৩ শতাংশ ছিল দেশীয়। আর ৭ শতাংশ ছিল বিদেশি। অন্যদিকে ২০১৯ সালে মালদ্বীপে মোট পর্যটকের ৯৬ শতাংশ ছিল বিদেশি পর্যটক। আর দেশি পর্যটক ছিল মাত্র ৪ শতাংশ। ২০২০ সালে মোট পর্যটকের ৯৩ শতাংশ ছিল বিদেশি পর্যটক। আর দেশি পর্যটক ছিল মাত্র ৭ শতাংশ।
জিডিপিতে পর্যটন খাতের অবদানকে আমলে নিলে এই বিপরীত চিত্র আরও প্রকট হয়ে ধরা দেয়। জাতিসংঘের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্যমতে, ২০১৯ সালে বাংলাদেশের পর্যটন খাতে কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সে বছর দেশের মোট জিডিপির ২ দশমিক ৭ শতাংশ পর্যটন খাত থেকে এসেছিল। অন্যদিকে ২০১৯ সালে মালদ্বীপের জিডিপির ৫২ দশমিক ৬ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে।
বাংলাদেশে বিদেশি টুরিস্ট না আসার কারণ হিসেবে অধ্যাপক নুরুল ইসলাম নাজেম বলেন, ‘বিদেশি টুরিস্টের জন্য যেসব সুবিধা থাকা উচিত, তা আমাদের দেশে নেই। পর্যটন অবকাঠামো সেভাবে গড়ে ওঠেনি। কিছু হোটেল আছে এত ব্যয়বহুল যে, অনেক পর্যটক আগ্রহ হারিয়ে ফেলে। এখানে ফুড সিস্টেম ভালো। তবে তা স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা হচ্ছে না। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। এ ছাড়া বিগত সময়ের বিভিন্ন সহিংসতার খবর বাংলাদেশে ভ্রমণের বিষয়ে পর্যটকদের আগ্রহ কমিয়ে দেয়। বাংলাদেশে টুরিজমকে উন্নত করতে হলে সরকারের সহায়তা লাগবে। অবকাঠামো উন্নয়ন করতে হবে। মানুষের মানসিকতা পাল্টাতে হবে।’
নিরাপত্তার বিষয়টি বোঝা যাবে একটি পরিসংখ্যানে চোখ বোলালে। টুরিস্ট পুলিশের পরিসংখ্যান অনুসারে, দেশে পর্যটকদের আকর্ষণ করার মতো ১৬৭৫টি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৪০৭ টি, চট্টগ্রামে ৩৩০, খুলনায় ২৬৩, বরিশালে ১১৮, রাজশাহীতে ২৪৩, রংপুরে ১৪৩, সিলেটে ৯৬ ও ময়মনসিংহে ৭৫টি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে মাত্র ১০৪ টিতে টুরিস্ট পুলিশের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আর কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের জাফলং, সুন্দরবন, কুয়াকাটা, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো গুটিকয় স্থান ছাড়া কোথাও নেই পর্যটন অবকাঠামো।
বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে বিশ্ব দরবারে ঠিকঠাক তুলে ধরতে না পারার অন্যতম কারণ হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা। এ ক্ষেত্রে উন্নতি হলে এবং সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে পর্যটনবান্ধব করা গেলে মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত কোনোভাবেই পিছিয়ে থাকার কথা নয়। এতে সারা দেশই উপকৃত হবে। জিডিপিতে পর্যটন খাতের অবদান আগের চেয়ে বাড়বে, যার সরাসরি সুফল পাবে স্থানীয় জনগোষ্ঠী।
বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ পর্যটন বোর্ডও। মালদ্বীপ থেকে অনেক কিছু শেখার আছে জানিয়ে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মালদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের টুরিজম লিডার। পর্যটনের জন্য সারা বিশ্বে তারা পরিচিত। নিজেদের প্রচেষ্টায় ও বিভিন্ন দেশের বিনিয়োগ নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। মালদ্বীপ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সুন্দরবন, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, হাওরসহ অনেক দর্শনীয় স্থান আছে, যা বিশ্ব দরবারে তুলে ধরা যেতে পারে। আমরা নেপাল, ভুটান, মালদ্বীপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের পর্যটনের অভিজ্ঞতা আমাদের দেশে কাজে লাগানোর চেষ্টা করছি।’

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্রে দুই দেশের পর্যটন ব্যবস্থাপনাই পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
মোট ১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের স্থলভাগের আয়তন মাত্র ২৯৮ বর্গকিলোমিটার। এর মধ্যে সবগুলোতে কিন্তু মানুষের বসতি নেই। দেশটির ৮০০ দ্বীপে কেউ থাকে না। এগুলো ভার্জিন আইল্যান্ড হিসেবে পরিচিত। মাত্র ২০০ দ্বীপে মানুষের বসতি আছে। আর পর্যটনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা দ্বীপের সংখ্যা শতাধিক। এই দ্বীপগুলোকে বলা হয় রিসোর্ট আইল্যান্ড। একটি দ্বীপ আসলে একটি রিসোর্ট। পর্যটনের জন্য এই দ্বীপগুলোর মধ্যে ৭০-৮০টি বিভিন্ন দেশকে ইজারা দিয়েছে দেশটি।
এবার একটু বাংলাদেশের দিকে তাকানো যাক। টুরিস্ট পুলিশের পরিসংখ্যান অনুসারে, দেশে পর্যটকদের আকর্ষণের মতো ১৬৭৫টি দর্শনীয় স্থান রয়েছে। শুধু সংখ্যায় নয়, এই পর্যটন স্থানগুলো বৈচিত্র্যের দিক থেকেও মালদ্বীপ থেকে এগিয়ে। কিন্তু বাংলাদেশ নিজেদের এই শক্তিকে কাজে লাগাতে পারছে না।
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পর্যটন আকর্ষণের কেন্দ্রে রয়েছে সাগর ও সৈকত। বৈচিত্র্য বলতে এর গঠনশৈলী ও সংশ্লিষ্ট রিসোর্ট-প্রদত্ত নানা সেবা ও সুবিধা। অন্যদিকে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো একটি থেকে অন্যটি আলাদা। এখানে যেমন আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, তেমনি আছে সেন্ট মার্টিনের মতো কোরাল দ্বীপ, আছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির মতো পার্বত্য এলাকা, আছে হাওরাঞ্চল, সিলেটের বিস্তৃত চা-বাগান ও এর সঙ্গে আরও নানা বিচিত্র সব পর্যটন স্থান। আছে ঐতিহাসিক নানা স্থাপনা। কিন্তু এত বৈচিত্র্য দিয়েও পর্যটক সেভাবে টানতে পারছে না বাংলাদেশ। তাহলে মালদ্বীপ কীভাবে পারছে?
মালদ্বীপ পারছে তার পর্যটন ব্যবস্থাপনা দিয়ে। শুধু ব্যবস্থাপনার জোরেই দেশটি নিজেদের পর্যটন স্থানগুলোকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারছে। ২০২০ সালে দেশটিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস ‘বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্য’ হিসেবে স্বীকৃতি দেয়। এখানেই থেমে থাকেনি তারা। নিজেদের সম্ভাবনাকে প্রতিনিয়ত তারা উন্মোচিত করছে। বিপরীতে বাংলাদেশ এত এত বৈচিত্র্য নিয়ে শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে পড়ছে।

অনেকে বলে থাকেন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন—এমন অনেক কিছুই করতে পারছে না। কিন্তু মালদ্বীপের দিকে তাকালে এই যুক্তি আর ধোপে টেকে না। তারা ধর্মীয় বিষয়াদিকে যথাযথ সম্মানের জায়গায় রেখেই পর্যটনকে এগিয়ে নিচ্ছে। খোদ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘মালদ্বীপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। তারা ধর্মীয় শ্রদ্ধার জায়গাটিকে অটুট রেখেই পর্যটন খাতকে উন্নত করেছে। রিসোর্ট আইল্যান্ডগুলোতে আপনি বিনোদনের জন্য সব করতে পারেন। কিন্তু স্থানীয় দ্বীপগুলোতে বেশ কিছু নিষেধাজ্ঞা আছে। এ জন্য এখানে লাখ লাখ বিদেশি পর্যটক আসছেন।’
মোট জনসংখ্যায় মুসলিমদের অনুপাত বিচারে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেশটির মোট জনসংখ্যার ৯৮ শতাংশের বেশি মুসলিম। আর বাংলাদেশের ক্ষেত্রে এ হার ৯০ শতাংশের কিছু বেশি। ফলে ধর্মীয় মূল্যবোধকে পর্যটন বিস্তারে বাধা হিসেবে দেখার সুযোগ নেই, যদি মালদ্বীপকে উদাহরণ হিসেবে সামনে আনা যায়।
নাজমুল হাসান আরও বলেন, ‘বিশ্বসেরা যত হোটেল রিসোর্ট ব্র্যান্ড আছে, তাদের সবারই রিসোর্ট এখানে আছে। প্রতিটি রিসোর্টেই নিজেদের মতো করে পর্যটন ব্যবস্থাপনা তৈরি করেছে তারা। সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। মাঝেমধ্যে এগুলোতে কর্মকর্তারা সারপ্রাইজ ভিজিটে যান। অনিয়ম পেলে প্রথমে সতর্ক করা হয়, পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটাই মালদ্বীপের পর্যটন শিল্প বিকাশের মূল কারণ।’
আরেকটি বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা ও যত্ন। বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে গেলে পরিচ্ছন্নতার অভাবটিই সবার আগে নজরে পড়ে। আছে নিরাপত্তার অভাবও। এ দুটি দিকেই এগিয়ে মালদ্বীপ।

কিছুদিন আগে মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির মালদ্বীপ শাখার ব্যবস্থাপক নাজমুল শাকির আজকের পত্রিকাকে বলেন, ‘একটু খেয়াল করলে দেখবেন কত পরিচ্ছন্ন পরিবেশবান্ধব জনপদ। কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলছি। মালদ্বীপের হোটেল মোটেল, রাস্তা, পার্কিং, হাঁটার পথের ব্যবস্থা সব গোছানো। কোথাও ময়লা হচ্ছে না। হোটেল থেকে খাবার নিয়ে লোকে খাচ্ছে; কিন্তু নিচে ময়লা ফেলছে না।’
এটি একদিনে হয়নি। ১৯৭২ সালে মালদ্বীপে রিসোর্ট ছিল মাত্র তিনটি। এখন এ সংখ্যা শতাধিক। এটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও এর বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হয়েছে। দুই দশক আগেও দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিল ৪০ শতাংশের নিচে, এখন যা ৫০ শতাংশের বেশি। জার্মানভিত্তিক এগলিইটিস-মিডিয়ার প্রকল্প ওয়ার্ল্ডডেটা ইনফোর তথ্যমতে, ২০০১ সালে মালদ্বীপের জিডিপির ৬২ দশমিক ৪২ শতাংশ আসত মৎস্য খাত থেকে। আর পর্যটন থেকে আসত ৩৭ দশমিক ৫৮ শতাংশ। সে সময় বাংলাদেশের আয় ছিল জিডিপির ১ শতাংশেরও কম।
মালদ্বীপ ২০০৪ সালে পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেয়। দেড় দশকের ব্যবধানে তার সুফলও পায় তারা। এই সুফল এনে দেওয়া মহাপরিকল্পনা প্রণয়নে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশি; নাম নুরুল ইসলাম নাজেম। পর্যটন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এ অধ্যাপক আজকের পত্রিকাকে বলেন, ‘মালদ্বীপের প্রেক্ষাপট ভিন্ন। তাদের আয়ের বড় অংশ আসে পর্যটন থেকে। সেই অনুপাতে বাংলাদেশে পর্যটন থেকে জিডিপিতে যোগ হয় খুব সামান্য। মালদ্বীপে ১ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে মাত্র ২০০ দ্বীপে মানুষ বসবাস করে। আর ৮০০ দ্বীপে কেউ থাকে না; সেগুলোকে বলা হয় ভার্জিন আইল্যান্ড। পর্যটনের জন্য ৭০-৮০টি আইল্যান্ড তারা পৃথিবীর বিভিন্ন দেশকে ইজারা দিয়েছে। নিজেরা টুরিজমের জন্য কয়েকটা দ্বীপকে ডেভেলপ করেছে। এসব দ্বীপে পর্যটন কাঠামো গড়ে তোলা হয়েছে অত্যন্ত উন্নত ব্যবস্থাপনায়। দেশটিতে ২০১১ সালের পর থেকে পর্যটন শিল্প সবচেয়ে বেশি বিকাশ লাভ করে।’

জাতিসংঘের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্য যাচাই করলে দেখা যায়, বাংলাদেশ ও মালদ্বীপের পর্যটন চিত্র একেবারেই উল্টো। ২০১৯ সালে বাংলাদেশের মোট পর্যটকের ৯৬ শতাংশ ছিল দেশীয় পর্যটক। বিদেশি পর্যটক ছিল মাত্র ৪ শতাংশ। ২০২০ সালেও অনেকটা একই চিত্র, মোট পর্যটকের ৯৩ শতাংশ ছিল দেশীয়। আর ৭ শতাংশ ছিল বিদেশি। অন্যদিকে ২০১৯ সালে মালদ্বীপে মোট পর্যটকের ৯৬ শতাংশ ছিল বিদেশি পর্যটক। আর দেশি পর্যটক ছিল মাত্র ৪ শতাংশ। ২০২০ সালে মোট পর্যটকের ৯৩ শতাংশ ছিল বিদেশি পর্যটক। আর দেশি পর্যটক ছিল মাত্র ৭ শতাংশ।
জিডিপিতে পর্যটন খাতের অবদানকে আমলে নিলে এই বিপরীত চিত্র আরও প্রকট হয়ে ধরা দেয়। জাতিসংঘের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্যমতে, ২০১৯ সালে বাংলাদেশের পর্যটন খাতে কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সে বছর দেশের মোট জিডিপির ২ দশমিক ৭ শতাংশ পর্যটন খাত থেকে এসেছিল। অন্যদিকে ২০১৯ সালে মালদ্বীপের জিডিপির ৫২ দশমিক ৬ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে।
বাংলাদেশে বিদেশি টুরিস্ট না আসার কারণ হিসেবে অধ্যাপক নুরুল ইসলাম নাজেম বলেন, ‘বিদেশি টুরিস্টের জন্য যেসব সুবিধা থাকা উচিত, তা আমাদের দেশে নেই। পর্যটন অবকাঠামো সেভাবে গড়ে ওঠেনি। কিছু হোটেল আছে এত ব্যয়বহুল যে, অনেক পর্যটক আগ্রহ হারিয়ে ফেলে। এখানে ফুড সিস্টেম ভালো। তবে তা স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা হচ্ছে না। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। এ ছাড়া বিগত সময়ের বিভিন্ন সহিংসতার খবর বাংলাদেশে ভ্রমণের বিষয়ে পর্যটকদের আগ্রহ কমিয়ে দেয়। বাংলাদেশে টুরিজমকে উন্নত করতে হলে সরকারের সহায়তা লাগবে। অবকাঠামো উন্নয়ন করতে হবে। মানুষের মানসিকতা পাল্টাতে হবে।’
নিরাপত্তার বিষয়টি বোঝা যাবে একটি পরিসংখ্যানে চোখ বোলালে। টুরিস্ট পুলিশের পরিসংখ্যান অনুসারে, দেশে পর্যটকদের আকর্ষণ করার মতো ১৬৭৫টি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৪০৭ টি, চট্টগ্রামে ৩৩০, খুলনায় ২৬৩, বরিশালে ১১৮, রাজশাহীতে ২৪৩, রংপুরে ১৪৩, সিলেটে ৯৬ ও ময়মনসিংহে ৭৫টি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে মাত্র ১০৪ টিতে টুরিস্ট পুলিশের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আর কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের জাফলং, সুন্দরবন, কুয়াকাটা, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো গুটিকয় স্থান ছাড়া কোথাও নেই পর্যটন অবকাঠামো।
বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে বিশ্ব দরবারে ঠিকঠাক তুলে ধরতে না পারার অন্যতম কারণ হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা। এ ক্ষেত্রে উন্নতি হলে এবং সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে পর্যটনবান্ধব করা গেলে মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত কোনোভাবেই পিছিয়ে থাকার কথা নয়। এতে সারা দেশই উপকৃত হবে। জিডিপিতে পর্যটন খাতের অবদান আগের চেয়ে বাড়বে, যার সরাসরি সুফল পাবে স্থানীয় জনগোষ্ঠী।
বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ পর্যটন বোর্ডও। মালদ্বীপ থেকে অনেক কিছু শেখার আছে জানিয়ে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মালদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের টুরিজম লিডার। পর্যটনের জন্য সারা বিশ্বে তারা পরিচিত। নিজেদের প্রচেষ্টায় ও বিভিন্ন দেশের বিনিয়োগ নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। মালদ্বীপ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সুন্দরবন, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, হাওরসহ অনেক দর্শনীয় স্থান আছে, যা বিশ্ব দরবারে তুলে ধরা যেতে পারে। আমরা নেপাল, ভুটান, মালদ্বীপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের পর্যটনের অভিজ্ঞতা আমাদের দেশে কাজে লাগানোর চেষ্টা করছি।’

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের...
৪ ঘণ্টা আগে
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেআমানুর রহমান রনি, ঢাকা

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারদের পরিবর্তনসহ পুলিশের শীর্ষস্থানীয় কিছু পদে রদবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে। নির্বাচনের আগেই শিগগির এই রদবদল হতে পারে বলে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে।
অবশ্য পুলিশ বলছে, দেশের বেশির ভাগ মানুষ আইন মানছে না। দেশের সংকটকালে মানুষ সহযোগিতা না করায় পুলিশ কাজ করতে পারছে না। আইন না মানা মানুষের সংখ্যা বেশি, পুলিশ সেখানে আইন প্রয়োগ করতে গেলে আরও সহিংসতার সৃষ্টি হয়।
দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, আইন মানার সংস্কৃতি তৈরি না হলে শুধু বলপ্রয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। পুলিশের দিকে যারা তেড়ে আসছে, তারা কাদের প্রটেকশন পায়, সেটাও দেখতে হবে।
সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে মারা যাওয়ার পর ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে রাত ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কিছু দূরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে এবং কারওয়ান বাজারে বিক্ষোভের পর এই হামলা করা হলেও পুলিশ তা ঠেকাতে পারেনি। এ দুটি কার্যালয়ে দীর্ঘক্ষণ হামলা, লুট, অগ্নিসংযোগ চললেও এসব ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়েছে। পুলিশ মব বা দাঙ্গা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেয়, সেদিন তেমন কিছু অনুসরণ করেনি। কারওয়ান বাজারে মিছিল নিয়ে দুটি ভবনে হামলা চালালেও পুলিশ মিছিল ঠেকাতে কোনো ব্যারিকেড দেয়নি, লাঠিপেটা করেনি, কোনো কাঁদানে গ্যাসের শেল বা সাউন্ড গ্রেনেড ছোড়েনি।
একই অবস্থা দেখা গেছে ধানমন্ডিতে ছায়ানট ভবন ও তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে হামলার সময়েও।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, দুই-চারজন মারা যেত। এরপর পুলিশের ওপর পাল্টা আক্রমণ হতো। এ কারণে সেদিন পুলিশ অ্যাকশনে যায়নি।
সরকারের একটি সূত্র জানায়, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার আগে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের সময় সরকারের উচ্চপর্যায় থেকে সব ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশনা মাঠের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে পৌঁছায়নি।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ডিসেম্বর রাতেই ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামের কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। হত্যার কয়েক ঘণ্টা আগে থেকে উত্তেজনা শুরু হলেও পুলিশ তা ঠেকাতে পারেনি। র্যাব বলেছে, দীপুকে তাঁর কর্মস্থলের কর্মকর্তাই উত্তেজিত জনতার হাতে তুলে দেন।
এসব ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। সূত্র জানায়, এসব ঘটনার পর ১৯ ও ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়। এসব বৈঠকে পুলিশের কার্যক্রম ও ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা হয়। বৈঠকে ডিএমপি ও সিএমপির কমিশনারকে নির্বাচনের আগেই পরিবর্তনের প্রস্তাব ওঠে। পুলিশের শীর্ষ কমান্ডিং পদে আরও অভিজ্ঞ ও বাহিনীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের পদায়ন নিয়েও আলোচনা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন, এসব সহিংসতা সংঘবদ্ধভাবে ঘটানো হয়েছে। এগুলো প্রতিরোধ করা সম্ভব ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টুলসগুলো কাজ করেনি। যা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আর না ঘটে, এমন কৌশল অবলম্বন করতে হবে। পুলিশকে সক্রিয় করতে হবে। তারাই আইনশৃঙ্খলা রক্ষায় মূল বাহিনী। যদি এ রকম পরিস্থিতি থাকে, তাহলে নির্বাচন শঙ্কায় পড়বে।
অবশ্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি গতকাল বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে।
পুলিশ সদর দপ্তরে নতুন দায়িত্বে ৬ ডিআইজি
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ডিআইজির ছয়টি পদে রদবদল হয়েছে। বর্তমানে কর্মরত এবং সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
গতকাল সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই রদবদল করা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে, তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্সে, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারদের পরিবর্তনসহ পুলিশের শীর্ষস্থানীয় কিছু পদে রদবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে। নির্বাচনের আগেই শিগগির এই রদবদল হতে পারে বলে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে।
অবশ্য পুলিশ বলছে, দেশের বেশির ভাগ মানুষ আইন মানছে না। দেশের সংকটকালে মানুষ সহযোগিতা না করায় পুলিশ কাজ করতে পারছে না। আইন না মানা মানুষের সংখ্যা বেশি, পুলিশ সেখানে আইন প্রয়োগ করতে গেলে আরও সহিংসতার সৃষ্টি হয়।
দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, আইন মানার সংস্কৃতি তৈরি না হলে শুধু বলপ্রয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। পুলিশের দিকে যারা তেড়ে আসছে, তারা কাদের প্রটেকশন পায়, সেটাও দেখতে হবে।
সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে মারা যাওয়ার পর ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে রাত ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কিছু দূরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে এবং কারওয়ান বাজারে বিক্ষোভের পর এই হামলা করা হলেও পুলিশ তা ঠেকাতে পারেনি। এ দুটি কার্যালয়ে দীর্ঘক্ষণ হামলা, লুট, অগ্নিসংযোগ চললেও এসব ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়েছে। পুলিশ মব বা দাঙ্গা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেয়, সেদিন তেমন কিছু অনুসরণ করেনি। কারওয়ান বাজারে মিছিল নিয়ে দুটি ভবনে হামলা চালালেও পুলিশ মিছিল ঠেকাতে কোনো ব্যারিকেড দেয়নি, লাঠিপেটা করেনি, কোনো কাঁদানে গ্যাসের শেল বা সাউন্ড গ্রেনেড ছোড়েনি।
একই অবস্থা দেখা গেছে ধানমন্ডিতে ছায়ানট ভবন ও তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে হামলার সময়েও।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, দুই-চারজন মারা যেত। এরপর পুলিশের ওপর পাল্টা আক্রমণ হতো। এ কারণে সেদিন পুলিশ অ্যাকশনে যায়নি।
সরকারের একটি সূত্র জানায়, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার আগে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের সময় সরকারের উচ্চপর্যায় থেকে সব ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশনা মাঠের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে পৌঁছায়নি।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ডিসেম্বর রাতেই ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামের কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। হত্যার কয়েক ঘণ্টা আগে থেকে উত্তেজনা শুরু হলেও পুলিশ তা ঠেকাতে পারেনি। র্যাব বলেছে, দীপুকে তাঁর কর্মস্থলের কর্মকর্তাই উত্তেজিত জনতার হাতে তুলে দেন।
এসব ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। সূত্র জানায়, এসব ঘটনার পর ১৯ ও ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়। এসব বৈঠকে পুলিশের কার্যক্রম ও ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা হয়। বৈঠকে ডিএমপি ও সিএমপির কমিশনারকে নির্বাচনের আগেই পরিবর্তনের প্রস্তাব ওঠে। পুলিশের শীর্ষ কমান্ডিং পদে আরও অভিজ্ঞ ও বাহিনীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের পদায়ন নিয়েও আলোচনা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন, এসব সহিংসতা সংঘবদ্ধভাবে ঘটানো হয়েছে। এগুলো প্রতিরোধ করা সম্ভব ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টুলসগুলো কাজ করেনি। যা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আর না ঘটে, এমন কৌশল অবলম্বন করতে হবে। পুলিশকে সক্রিয় করতে হবে। তারাই আইনশৃঙ্খলা রক্ষায় মূল বাহিনী। যদি এ রকম পরিস্থিতি থাকে, তাহলে নির্বাচন শঙ্কায় পড়বে।
অবশ্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি গতকাল বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে।
পুলিশ সদর দপ্তরে নতুন দায়িত্বে ৬ ডিআইজি
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ডিআইজির ছয়টি পদে রদবদল হয়েছে। বর্তমানে কর্মরত এবং সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
গতকাল সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই রদবদল করা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে, তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্সে, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্র
০৪ জানুয়ারি ২০২২
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেবাসস, ঢাকা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।’
আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
আলাপকালে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজার বিষয়টিও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে তিনি জানান, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ‘নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’
ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।’
আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
আলাপকালে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজার বিষয়টিও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে তিনি জানান, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ‘নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’
ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্র
০৪ জানুয়ারি ২০২২
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের...
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লি ও কলকাতার কয়েকটি কূটনৈতিক সূত্র বাংলাদেশি গণমাধ্যমকে জানিয়েছে, ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠানকে কয়েক বছর ধরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠনের শ তিনেক সদস্য। এরপর তাঁরা বিক্ষোভ-মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভের সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখতে বলে।
এ সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের কর্মকর্তাকে ফোন করে বলেন, ‘আপনাকে একটাই অনুরোধ, এই অফিসের তালা খুলবেন না। আপনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দিন, এই অফিসের তালা খুলবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি এখানে ব্যবসা করবেন, সেটা হবে না। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার অথবা বোর্ড আজকের মধ্যে সরিয়ে নিন।’
প্রতিনিধিদলের ওই সদস্য পরে স্থানীয় গণমাধ্যমকে জানান, তাঁরা সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। বাংলাদেশে তাঁদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে। এখান থেকে যেন কোনো ভারতীয়, কোনো হিন্দু বাংলাদেশে না যায়, ব্যবসা না করে, সেটা তাঁরা চান।
কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে ডিইউডিজিটাল আজ বেলা ৩টার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিকপত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে আজ ভারতের দিল্লি ও আগরতলা মিশন থেকেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লি ও কলকাতার কয়েকটি কূটনৈতিক সূত্র বাংলাদেশি গণমাধ্যমকে জানিয়েছে, ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠানকে কয়েক বছর ধরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠনের শ তিনেক সদস্য। এরপর তাঁরা বিক্ষোভ-মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভের সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখতে বলে।
এ সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের কর্মকর্তাকে ফোন করে বলেন, ‘আপনাকে একটাই অনুরোধ, এই অফিসের তালা খুলবেন না। আপনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দিন, এই অফিসের তালা খুলবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি এখানে ব্যবসা করবেন, সেটা হবে না। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার অথবা বোর্ড আজকের মধ্যে সরিয়ে নিন।’
প্রতিনিধিদলের ওই সদস্য পরে স্থানীয় গণমাধ্যমকে জানান, তাঁরা সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। বাংলাদেশে তাঁদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে। এখান থেকে যেন কোনো ভারতীয়, কোনো হিন্দু বাংলাদেশে না যায়, ব্যবসা না করে, সেটা তাঁরা চান।
কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে ডিইউডিজিটাল আজ বেলা ৩টার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিকপত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে আজ ভারতের দিল্লি ও আগরতলা মিশন থেকেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্র
০৪ জানুয়ারি ২০২২
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের...
৪ ঘণ্টা আগে
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
ছয়জনের মধ্যে— পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে, তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্সে, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
ছয়জনের মধ্যে— পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে, তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্সে, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যই যার একমাত্র পুঁজি। পর্যটন খাত থেকেই দেশটির মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি আসে। বিপরীতে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশের কম। অথচ মালদ্বীপের চেয়ে বাংলাদেশের পর্যটন খাত সংখ্যা ও বৈচিত্র্য—দুই বিচারেই এগিয়ে। এ ক্ষেত্র
০৪ জানুয়ারি ২০২২
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ; ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে। কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের...
৪ ঘণ্টা আগে
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা
৬ ঘণ্টা আগে