নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজান মাসে স্কুল-কলেজে সর্বোচ্চ সাড়ে ৩ ঘণ্টা করে ক্লাস হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
করোনার মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীরা যে শিখন ঘাটতিতে পড়েছে, তা পুষিয়ে নিতে এবার রমজানেও স্কুল-কলেজে পাঠদান চালু থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছিল সরকার। তবে কীভাবে কত সময় ধরে ক্লাস চলবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আজ অফিস আদেশের মাধ্যমে সে নির্দেশনাই দিল মাউশি।
মাউশির আদেশে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস চলবে।
অফিস আদেশে আরও বলা হয়, এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস এবং দুই শিফটে চারটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। রমজানের এই সময়সূচি মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব রুটিন প্রণয়ন করবে।
এর আগে গত ২৮ মার্চ মাধ্যমিক (স্কুল-কলেজ), মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে রমজান মাসে নিয়মিত ক্লাস চালুর সিদ্ধান্ত জানায় সরকার। এ-সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে ক্লাস নিতে অনুরোধ করা হলো।
আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে গত ২২ মার্চ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়।

রমজান মাসে স্কুল-কলেজে সর্বোচ্চ সাড়ে ৩ ঘণ্টা করে ক্লাস হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
করোনার মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীরা যে শিখন ঘাটতিতে পড়েছে, তা পুষিয়ে নিতে এবার রমজানেও স্কুল-কলেজে পাঠদান চালু থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছিল সরকার। তবে কীভাবে কত সময় ধরে ক্লাস চলবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আজ অফিস আদেশের মাধ্যমে সে নির্দেশনাই দিল মাউশি।
মাউশির আদেশে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস চলবে।
অফিস আদেশে আরও বলা হয়, এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস এবং দুই শিফটে চারটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। রমজানের এই সময়সূচি মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব রুটিন প্রণয়ন করবে।
এর আগে গত ২৮ মার্চ মাধ্যমিক (স্কুল-কলেজ), মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে রমজান মাসে নিয়মিত ক্লাস চালুর সিদ্ধান্ত জানায় সরকার। এ-সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে ক্লাস নিতে অনুরোধ করা হলো।
আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে গত ২২ মার্চ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়।

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৮ ঘণ্টা আগে