নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
৯ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১০ ঘণ্টা আগে