Ajker Patrika

ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র 

চীনা দূতাবাস ঢাকায় একটি ভিসা সেন্টার চালু করেছে। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা সেন্টারটি উদ্বোধন করেন।

চীনের ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর ভিসা কেন্দ্রে আবেদনটি প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, যোগাযোগ ও যাতায়াত বাড়ছে। এ ক্ষেত্রে সহজে ভিসা সেবা দিতে কেন্দ্রটি চালু করা হয়েছে।

সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাস আর সরাসরি গ্রহণ করবে না। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। নতুন ভিসা ও ভিসা বৈধকরণ উভয় ক্ষেত্রে দূতাবাসের ধার্য করা ফি প্রযোজ্য হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান ও অ্যাসোসিয়েশন আব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভিসা সেন্টার খোলা থাকবে। বিকেল ৩টা পর্যন্ত ভিসার আবেদন ও ফি জমা নেওয়া হবে। আর পাসপোর্ট সংগ্রহ করা যাবে বিকেল ৪টার মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত