Ajker Patrika

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন জেলায় কর্মশালা

বাসস
ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন জেলায় কর্মশালা

ঢাকা: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশে এ ক্যাম্পেইন চলবে।

মাগুরা জেলায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে এবার ১ লাখ ১২ হাজার ৩৯১ জন শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে অবহিতকরণ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এবার মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৭১ জন শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করতে জেলার ৯৩৯টি ইপিআই কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ২১২ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

মেহেরপুর জেলায় আজ বুধবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্‌যাপন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ফয়সাল হারুন।

সিভিল সার্জন জানান, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী আট হাজার ১৪২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৭৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বছর ঝালকাঠি জেলায় ১ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

সিভিল সার্জন জানান, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাসের ৯০ হাজার ৫০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মীসহ ২ হাজার ১০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। শিশুদের অবশ্যই ভরা পেটে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।

জয়পুরহাটে এবার ১ লাখ ৩৮ হাজার ৭০০ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনাসভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়,৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬-১১ মাস বয়সের ১২ হাজার ২০০ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ২৬ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত