আজকের পত্রিকা ডেস্ক

এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে, এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে। বারবার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
আব্দুর রহমান খান বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে, সেটির সঙ্গে আমদানির হিসাবের কোনো মিল নেই। এ ব্যাপারগুলো নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। যেসব এয়ারক্র্যাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালান হয়, সেগুলোকে নিষিদ্ধ করা হবে; এদের রুট পারমিট দেওয়া হবে না।
কোনো যাত্রী যাতে বিমানবন্দরে অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস নিয়ে অভিযোগ আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নাগরিকদের অনেকে সচেতন না বলে তাঁরা অভিযোগও করেন না। কাস্টমস থেকে জনগণকে যে সেবা দেওয়া হয়, সেটা তাঁদের প্রতি অনুগ্রহ না; এটা তাঁদের প্রাপ্য।
তিনি আরও বলেন, যাত্রীরা চাইলে অনলাইনে অভিযোগ করতে পারেন। অথচ অনেকে জানেন না বলে অভিযোগ করেন না। এ মাধ্যমে অভিযোগ করলে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রীর বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এসব যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড।’
আগামী বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘দেশের কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করছে এনবিআর।’
ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেওয়া সহজ করা হয়েছে বলেও জানান আব্দুর রহমান। তিনি বলেন, ‘কার্ডে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা।’
এ ছাড়া সব করপোরেট ট্যাক্স রিটার্ন আগামী বছরের মধ্যে অনলাইন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করা হবে।’
উল্লেখ্য, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার এবং ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।
আগামী রমজানে আলু, পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনশীলতার মধ্যে থাকে, সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে জানিয়ে আব্দুর রহমান খান বলেন, শিগগিরই খেজুরের ওপর শুল্ক কমিয়ে আনা হবে। চিনির ওপর দুই দফা শুল্ক কমানোয় দাম এখন নাগালের মধ্যে। ডিমের ওপরও আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম অনেক বেড়ে গেছে। তাই বাজারে এখন ভোজ্যতেলের দাম বেশি।

এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে, এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে। বারবার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
আব্দুর রহমান খান বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে, সেটির সঙ্গে আমদানির হিসাবের কোনো মিল নেই। এ ব্যাপারগুলো নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। যেসব এয়ারক্র্যাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালান হয়, সেগুলোকে নিষিদ্ধ করা হবে; এদের রুট পারমিট দেওয়া হবে না।
কোনো যাত্রী যাতে বিমানবন্দরে অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস নিয়ে অভিযোগ আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নাগরিকদের অনেকে সচেতন না বলে তাঁরা অভিযোগও করেন না। কাস্টমস থেকে জনগণকে যে সেবা দেওয়া হয়, সেটা তাঁদের প্রতি অনুগ্রহ না; এটা তাঁদের প্রাপ্য।
তিনি আরও বলেন, যাত্রীরা চাইলে অনলাইনে অভিযোগ করতে পারেন। অথচ অনেকে জানেন না বলে অভিযোগ করেন না। এ মাধ্যমে অভিযোগ করলে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রীর বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এসব যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড।’
আগামী বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘দেশের কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করছে এনবিআর।’
ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেওয়া সহজ করা হয়েছে বলেও জানান আব্দুর রহমান। তিনি বলেন, ‘কার্ডে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা।’
এ ছাড়া সব করপোরেট ট্যাক্স রিটার্ন আগামী বছরের মধ্যে অনলাইন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করা হবে।’
উল্লেখ্য, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার এবং ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।
আগামী রমজানে আলু, পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনশীলতার মধ্যে থাকে, সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে জানিয়ে আব্দুর রহমান খান বলেন, শিগগিরই খেজুরের ওপর শুল্ক কমিয়ে আনা হবে। চিনির ওপর দুই দফা শুল্ক কমানোয় দাম এখন নাগালের মধ্যে। ডিমের ওপরও আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম অনেক বেড়ে গেছে। তাই বাজারে এখন ভোজ্যতেলের দাম বেশি।

বাংলাদেশি অভিবাসীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে নতুন আইভিআর-ভিত্তিক ভিসা যাচাই সেবা চালু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’। প্রাথমিকভাবে ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীরা এই সেবার আওতায় থাকবেন।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, বাস্তবে পাওয়া সম্পদের সঙ্গে তার বড় ধরনের ব্যবধান ছিল।
২ ঘণ্টা আগে
‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১৪ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৮ ঘণ্টা আগে