নীলফামারী প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে।
আবুল ফজল বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তাঁরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাঁদের কাছে দাবি করা যে আপনারা এত দিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি, আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে নাগরিকের অধিকার কী জিনিস এবং নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। আমার মনে হয়, এটাকে আমাদের কাজে লাগানো উচিত।’
অতীতের নির্বাচনের কথায় আবুল ফজল বলেন, ‘আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে ভাবমূর্তি পুনরুদ্ধার করার। নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’
আগামী নির্বাচনের কথায় নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি, আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতরে আমার এজেন্ট উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তা-ই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধু একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি, এবার আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’
আবুল ফজল আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র। সে যে রং ধারণ করবে, তার অধীন সবাই পানির মতো, সে-ও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সব লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত, স্বচ্ছ ও সৎ থাকি, আমাদের অধীনে যাঁরা নির্বাচন করবেন, তাঁরাও সৎ থাকতে বাধ্য।’
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে।
আবুল ফজল বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তাঁরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাঁদের কাছে দাবি করা যে আপনারা এত দিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি, আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে নাগরিকের অধিকার কী জিনিস এবং নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। আমার মনে হয়, এটাকে আমাদের কাজে লাগানো উচিত।’
অতীতের নির্বাচনের কথায় আবুল ফজল বলেন, ‘আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে ভাবমূর্তি পুনরুদ্ধার করার। নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’
আগামী নির্বাচনের কথায় নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি, আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতরে আমার এজেন্ট উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তা-ই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধু একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি, এবার আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’
আবুল ফজল আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র। সে যে রং ধারণ করবে, তার অধীন সবাই পানির মতো, সে-ও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সব লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত, স্বচ্ছ ও সৎ থাকি, আমাদের অধীনে যাঁরা নির্বাচন করবেন, তাঁরাও সৎ থাকতে বাধ্য।’
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
১ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
২ ঘণ্টা আগে