নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করতে চায়। রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও খাদ্যপণ্য আমদানিতে কোনো বাধা নেই।’ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে দেশের খাদ্য আমদানি ও মজুত এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানির প্রসঙ্গটি জানান।
টিপু মুনশি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সবাইকে জানাতে চাই যে, রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
রাশিয়ার সঙ্গে আমদানি ব্যয় মেটানোর ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের ২৪টি ব্যাংকের সঙ্গে রাশিয়ার লেনদেন রয়েছে। সেসব ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করা খাদ্যের অর্থ ডলারে পরিশোধ করা যাবে।’
অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা আজ স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে দেশে গম, চাল আসতে থাকবে।’
চালের দাম নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ওএমএসসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে সুলভ মূল্যে চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগিরই চালের দাম কবে আসবে এবং বাজার স্থিতিশীল হয়ে যাবে।’
জ্বালানি তেল ও সার আমদানি
প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘সরকার যেখান তেল পাবে, সেখান থেকে আমদানি করবে। রাশিয়া থেকে খাদ্য, সার আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই। তাই ডলারে এসব পণ্য আমদানি-রপ্তানিতে সমস্যা নেই।’
রাশিয়ায় ওষুধ রপ্তানির সম্ভাবনা নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ওষুধ সংকট দেখা দিয়েছে। সেখানে ওষুধ রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করতে চায়। রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও খাদ্যপণ্য আমদানিতে কোনো বাধা নেই।’ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে দেশের খাদ্য আমদানি ও মজুত এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানির প্রসঙ্গটি জানান।
টিপু মুনশি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সবাইকে জানাতে চাই যে, রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
রাশিয়ার সঙ্গে আমদানি ব্যয় মেটানোর ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের ২৪টি ব্যাংকের সঙ্গে রাশিয়ার লেনদেন রয়েছে। সেসব ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করা খাদ্যের অর্থ ডলারে পরিশোধ করা যাবে।’
অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা আজ স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে দেশে গম, চাল আসতে থাকবে।’
চালের দাম নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ওএমএসসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে সুলভ মূল্যে চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগিরই চালের দাম কবে আসবে এবং বাজার স্থিতিশীল হয়ে যাবে।’
জ্বালানি তেল ও সার আমদানি
প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘সরকার যেখান তেল পাবে, সেখান থেকে আমদানি করবে। রাশিয়া থেকে খাদ্য, সার আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই। তাই ডলারে এসব পণ্য আমদানি-রপ্তানিতে সমস্যা নেই।’
রাশিয়ায় ওষুধ রপ্তানির সম্ভাবনা নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ওষুধ সংকট দেখা দিয়েছে। সেখানে ওষুধ রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১১ মিনিট আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
১ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৫ ঘণ্টা আগে