নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু সংক্রমণ ধারা ঊর্ধ্বমুখী। এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসসহ নানা ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে সংক্রমণ। প্রতিদিনই কয়েক হাজার মানুষ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন কয়েক শ। গত একদিনেও প্রায় ৮শ রোগী ডেঙ্গুতে শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও পাঁচজন।
শুক্রবার পর্যন্ত ৬১ জেলায় থাকলেও আজ নতুন করে আক্রান্ত জেলা রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই নিয়ে চলতি বছর ৬২টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেল। আর এখন পর্যন্ত পাওয়া যায়নি গাইবান্ধা ও কুড়িগ্রামে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন। এতে করে শনাক্তের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে মারা গেছেন ৫ জন। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে ঠেকেছে।
প্রাণহানির যে হার তাতে চলতি মাসের মাঝামাঝি ২০১৯ সালের সর্বোচ্চ মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ওই বছর শুধু সরকারি হিসেবেই রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি হিসেবে ৩ শ’র বেশি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারি হিসেবের আওতায় থাকা সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৫৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৩ জন।
চলমান ভয়াবহ পরিস্থিতি চলতি সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা কীটতত্ত্ববিদদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, যেহেতু পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী তাই স্থানীয় সরকারের জোরালো পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা খুবই জরুরি। উভয়ের এগিয়ে আসার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব।
এদিকে বারবার সাবধান করার পরও নির্মাণাধীন ভবনে দ্বিতীয়বার এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় লাখ টাকা জরিমানা ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী কর্মসূচি পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। বারবার সাবধান করা হলেও অনেকে সচেতন হচ্ছে না। আগেও কয়েকবার এই নির্মাণাধীন ভবনে সাবধান করা হয়েছে। সাবধান করে দেওয়ার পরও তারা ব্যবস্থা নেয়নি। এভাবে চলতে দেওয়া যায় না। আমরা দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। লার্ভা পেলে কোন ছাড় নয়।’

দেশে ডেঙ্গু সংক্রমণ ধারা ঊর্ধ্বমুখী। এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসসহ নানা ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে সংক্রমণ। প্রতিদিনই কয়েক হাজার মানুষ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন কয়েক শ। গত একদিনেও প্রায় ৮শ রোগী ডেঙ্গুতে শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও পাঁচজন।
শুক্রবার পর্যন্ত ৬১ জেলায় থাকলেও আজ নতুন করে আক্রান্ত জেলা রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই নিয়ে চলতি বছর ৬২টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেল। আর এখন পর্যন্ত পাওয়া যায়নি গাইবান্ধা ও কুড়িগ্রামে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন। এতে করে শনাক্তের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে মারা গেছেন ৫ জন। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে ঠেকেছে।
প্রাণহানির যে হার তাতে চলতি মাসের মাঝামাঝি ২০১৯ সালের সর্বোচ্চ মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ওই বছর শুধু সরকারি হিসেবেই রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি হিসেবে ৩ শ’র বেশি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারি হিসেবের আওতায় থাকা সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৫৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৩ জন।
চলমান ভয়াবহ পরিস্থিতি চলতি সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা কীটতত্ত্ববিদদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, যেহেতু পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী তাই স্থানীয় সরকারের জোরালো পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা খুবই জরুরি। উভয়ের এগিয়ে আসার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব।
এদিকে বারবার সাবধান করার পরও নির্মাণাধীন ভবনে দ্বিতীয়বার এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় লাখ টাকা জরিমানা ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী কর্মসূচি পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। বারবার সাবধান করা হলেও অনেকে সচেতন হচ্ছে না। আগেও কয়েকবার এই নির্মাণাধীন ভবনে সাবধান করা হয়েছে। সাবধান করে দেওয়ার পরও তারা ব্যবস্থা নেয়নি। এভাবে চলতে দেওয়া যায় না। আমরা দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। লার্ভা পেলে কোন ছাড় নয়।’

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে