নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিবন্ধন পেতে যাওয়া নতুন দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা পড়েছে। বিএনএমের ২০টি উপজেলার সঠিক তথ্য পাওয়া যায়নি দাবি করে আইনজীবী আবু নাসের খান জনস্বার্থে আজ রোববার ইসির প্রাপ্তি জারি শাখায় ইসি সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
আবু নাসের খান তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটির ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা বা থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি এ রকম উপজেলা ও থানাসমূহের ১০ শতাংশ অর্থাৎ, মাত্র দুটি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ১৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। তা যাচাই-বাছাই না করেই কমিশন এই দলকে সব শর্ত পূরণ করেছে মর্মে নিবন্ধনের জন্য বাছাই করেছে। কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। আমি মনে করি এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। কমিশন যদি এ রকম ত্রুটি ও বিভ্রান্তিকর পন্থার একটি দলকে নিবন্ধন প্রদান করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দায়ী হতে পারে, যা সংবিধান ও আইনের চরম লঙ্ঘন।’
এই আইনজীবী লিখিত বক্তব্যে আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে প্রতীয়মান হয় দলটি একটি কার্যকর রাজনৈতিক দল নয় বরং একটি ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক সংগঠন।
এর আগে বৃহস্পতিবার বিএসপি চেয়ারম্যানের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ জমা দেন তাঁর আপন ছোট ভাই।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নিবন্ধন পেতে ৯৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে টিকে যায় ১২টি দল। তদন্ত শেষে গত রোববার মাত্র দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় কমিশন। এরপর কারও কোনো আপত্তি আছে কি না, তা জানার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি আপত্তি জানাতে বলে ইসি। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে এর মধ্যেই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

নিবন্ধন পেতে যাওয়া নতুন দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা পড়েছে। বিএনএমের ২০টি উপজেলার সঠিক তথ্য পাওয়া যায়নি দাবি করে আইনজীবী আবু নাসের খান জনস্বার্থে আজ রোববার ইসির প্রাপ্তি জারি শাখায় ইসি সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
আবু নাসের খান তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটির ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা বা থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি এ রকম উপজেলা ও থানাসমূহের ১০ শতাংশ অর্থাৎ, মাত্র দুটি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ১৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। তা যাচাই-বাছাই না করেই কমিশন এই দলকে সব শর্ত পূরণ করেছে মর্মে নিবন্ধনের জন্য বাছাই করেছে। কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। আমি মনে করি এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। কমিশন যদি এ রকম ত্রুটি ও বিভ্রান্তিকর পন্থার একটি দলকে নিবন্ধন প্রদান করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দায়ী হতে পারে, যা সংবিধান ও আইনের চরম লঙ্ঘন।’
এই আইনজীবী লিখিত বক্তব্যে আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে প্রতীয়মান হয় দলটি একটি কার্যকর রাজনৈতিক দল নয় বরং একটি ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক সংগঠন।
এর আগে বৃহস্পতিবার বিএসপি চেয়ারম্যানের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ জমা দেন তাঁর আপন ছোট ভাই।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নিবন্ধন পেতে ৯৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে টিকে যায় ১২টি দল। তদন্ত শেষে গত রোববার মাত্র দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় কমিশন। এরপর কারও কোনো আপত্তি আছে কি না, তা জানার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি আপত্তি জানাতে বলে ইসি। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে এর মধ্যেই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৫ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে