শাহরিয়ার হাসান, ঢাকা

নব্য জেএমবির প্রত্যেক সদস্যকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন করে সংগঠিত হতে দলে ভেড়ানো হচ্ছে নতুন নতুন সদস্য। উদ্দেশ্য রাজধানীতে বড় হামলা করে আলোচনায় আসা। সংগঠনের আমির মাহাদী হাসান জন তুরস্কের ইস্তাম্বুল থেকে এমন নির্দেশনাই দিচ্ছেন।
নির্দেশনা অনুযায়ী হামলার ছকও করেছেন দেশে থাকা নিষিদ্ধঘোষিত এই সংগঠনের শীর্ষ নেতারা। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হামলা চালানোর মতো অস্ত্র না থাকায় বোমা হামলাই ভরসা এই জঙ্গিদের। আর এ জন্য কম খরচেই বানিয়ে ফেলছে শক্তিশালী আইইডি, যা বিস্ফোরণ ঘটালে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে।
তবে গোয়েন্দারা বলছেন, নিকট ভবিষ্যতে পূর্ণশক্তিতেই হামলা চালানোর পরিকল্পনা রয়েছে এই জঙ্গিগোষ্ঠীর। পাশাপাশি টাকা হলে কিনে ফেলবে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রও।
কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (বোম ডিসপোজাল) রহমত উল্লাহ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের শীর্ষ নেতারা সাংগঠনিকভাবে সদস্যদের বোমা তৈরিতে দক্ষ করার চেষ্টা করছেন। এ জন্য ফোরকান ও সাব্বির নামে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফোরকান একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। আর সাব্বির বৃহত্তর ময়মনসিংহ এলাকার সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। নব্য জেএমবির এই দুই বোমা বিশেষজ্ঞ অনলাইনের মাধ্যমে প্রত্যেক সদস্যকে বোমা বা আইইডি তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন।
সিটিটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অর্থের অভাবের প্রভাব পড়েছে মূল সংগঠনে। তাই কার্যক্রম ও নিজেদের হাতখরচ চালাতে চুরি, ছিনতাই, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণায়ও অংশ নিচ্ছে জঙ্গিরা। সেই টাকা দিয়েই বোমা তৈরির সরঞ্জাম কিনছে। সম্প্রতি কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার জঙ্গি কাউসার হোসেন ওরফে মেজর ওসামা ও তাঁর সঙ্গী এক বৃদ্ধের কাছ থেকে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া ব্যাটারিচালিত অটোবাইক–ইজিবাইকে উঠে চালককে ইলেকট্রিক শক দিয়ে গাড়িও ছিনতাই করছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবির বর্তমান আমির মাহাদী হাসান জন তুরস্কে বসে জঙ্গিনেতাদের বিভিন্ন চ্যানেলে নিয়মিত টাকাও পাঠাচ্ছেন। প্রথম সারির নেতারা মাসে ১৫ হাজার করে টাকা পাচ্ছেন।
জঙ্গিদের টার্গেট এখনো পুলিশ
‘তাগুতের বাচ্চারা শুনে রাখ, বাংলায় একদিন তোদের সমাবেশগুলোতে সেকেন্ড অ্যাটাক করা হবে বিইযনিল্লাহ।’ ‘মরুর প্রান্তর ব্যাকআপ’ নামের একটি ফেসবুক আইডি দিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পোস্ট করে পুলিশ সদস্যদের এভাবেই হুমকি দেয় জঙ্গিরা।
জঙ্গিদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের পরিকল্পনার অন্যতম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে সাংগঠনিক কাজে নিহত ও গ্রেপ্তার হওয়া সদস্যদের পক্ষে প্রতিশোধ নেওয়া। তারা যেকোনো সময় এই সুযোগ নিতে চাইবে। এ ছাড়া সংগঠনের অর্থায়নে ড্রোন তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, ডিশলাইন হ্যাক করে জঙ্গিদের দাওয়াত প্রচারণা চালানোসহ এনজিওকর্মীদের টার্গেট করে হামলা করা পরিকল্পনা তো আছেই।
শিশুকিশোরদের সংগঠনে টানছে নব্য জেএমবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও ও সাতগ্রাম এলাকার অন্তত ২০-২৫ জন কিশোরের খোঁজ মিলছে না। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। এদের মধ্যে অন্তত ১০ জনের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসি সূত্র বলছে, এই কিশোরেরা নব্য জেএমবির সদস্য হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তরা শিশুকিশোর হওয়ায় তাদের গ্রেপ্তার না করে ডি-র্যাডিকালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ওই উপজেলায় ৬৮টি গ্রাম রয়েছে। গ্রামগুলোয় আহলে হাদিসপন্থী সদস্যদের প্রভাব অনেক বেশি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিখোঁজ কিশোরেরা জঙ্গিবাদে জড়িয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।
সংগঠনে ঢুকেই আক্রমণাত্মক হচ্ছে জঙ্গিরা
জঙ্গিদের নিয়ে কাজ করা সিটিটিসির কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবির জঙ্গিরা তাদের ধরন বদলিয়েছে। আগে একজন জঙ্গি সদস্যকে অপারেশনে অংশ নিতে চার-পাঁচ বছর অপেক্ষা করতে হতো। এখন সংগঠনে ঢুকেই তিন-চার মাসের মধ্যে হামলায় অংশ নিচ্ছে। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের সামনে যে আইইডি হামলার কথা বলা হচ্ছে, সেখানে অংশ নেওয়া দুজনই সংগঠনের নতুন সদস্য।
ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জঙ্গিদের যত পরিকল্পনাই থাকুক না কেন, তাদের সব কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণে আছে।’

নব্য জেএমবির প্রত্যেক সদস্যকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন করে সংগঠিত হতে দলে ভেড়ানো হচ্ছে নতুন নতুন সদস্য। উদ্দেশ্য রাজধানীতে বড় হামলা করে আলোচনায় আসা। সংগঠনের আমির মাহাদী হাসান জন তুরস্কের ইস্তাম্বুল থেকে এমন নির্দেশনাই দিচ্ছেন।
নির্দেশনা অনুযায়ী হামলার ছকও করেছেন দেশে থাকা নিষিদ্ধঘোষিত এই সংগঠনের শীর্ষ নেতারা। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হামলা চালানোর মতো অস্ত্র না থাকায় বোমা হামলাই ভরসা এই জঙ্গিদের। আর এ জন্য কম খরচেই বানিয়ে ফেলছে শক্তিশালী আইইডি, যা বিস্ফোরণ ঘটালে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে।
তবে গোয়েন্দারা বলছেন, নিকট ভবিষ্যতে পূর্ণশক্তিতেই হামলা চালানোর পরিকল্পনা রয়েছে এই জঙ্গিগোষ্ঠীর। পাশাপাশি টাকা হলে কিনে ফেলবে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রও।
কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (বোম ডিসপোজাল) রহমত উল্লাহ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের শীর্ষ নেতারা সাংগঠনিকভাবে সদস্যদের বোমা তৈরিতে দক্ষ করার চেষ্টা করছেন। এ জন্য ফোরকান ও সাব্বির নামে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফোরকান একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। আর সাব্বির বৃহত্তর ময়মনসিংহ এলাকার সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। নব্য জেএমবির এই দুই বোমা বিশেষজ্ঞ অনলাইনের মাধ্যমে প্রত্যেক সদস্যকে বোমা বা আইইডি তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন।
সিটিটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অর্থের অভাবের প্রভাব পড়েছে মূল সংগঠনে। তাই কার্যক্রম ও নিজেদের হাতখরচ চালাতে চুরি, ছিনতাই, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণায়ও অংশ নিচ্ছে জঙ্গিরা। সেই টাকা দিয়েই বোমা তৈরির সরঞ্জাম কিনছে। সম্প্রতি কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার জঙ্গি কাউসার হোসেন ওরফে মেজর ওসামা ও তাঁর সঙ্গী এক বৃদ্ধের কাছ থেকে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া ব্যাটারিচালিত অটোবাইক–ইজিবাইকে উঠে চালককে ইলেকট্রিক শক দিয়ে গাড়িও ছিনতাই করছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবির বর্তমান আমির মাহাদী হাসান জন তুরস্কে বসে জঙ্গিনেতাদের বিভিন্ন চ্যানেলে নিয়মিত টাকাও পাঠাচ্ছেন। প্রথম সারির নেতারা মাসে ১৫ হাজার করে টাকা পাচ্ছেন।
জঙ্গিদের টার্গেট এখনো পুলিশ
‘তাগুতের বাচ্চারা শুনে রাখ, বাংলায় একদিন তোদের সমাবেশগুলোতে সেকেন্ড অ্যাটাক করা হবে বিইযনিল্লাহ।’ ‘মরুর প্রান্তর ব্যাকআপ’ নামের একটি ফেসবুক আইডি দিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পোস্ট করে পুলিশ সদস্যদের এভাবেই হুমকি দেয় জঙ্গিরা।
জঙ্গিদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের পরিকল্পনার অন্যতম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে সাংগঠনিক কাজে নিহত ও গ্রেপ্তার হওয়া সদস্যদের পক্ষে প্রতিশোধ নেওয়া। তারা যেকোনো সময় এই সুযোগ নিতে চাইবে। এ ছাড়া সংগঠনের অর্থায়নে ড্রোন তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, ডিশলাইন হ্যাক করে জঙ্গিদের দাওয়াত প্রচারণা চালানোসহ এনজিওকর্মীদের টার্গেট করে হামলা করা পরিকল্পনা তো আছেই।
শিশুকিশোরদের সংগঠনে টানছে নব্য জেএমবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও ও সাতগ্রাম এলাকার অন্তত ২০-২৫ জন কিশোরের খোঁজ মিলছে না। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। এদের মধ্যে অন্তত ১০ জনের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসি সূত্র বলছে, এই কিশোরেরা নব্য জেএমবির সদস্য হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তরা শিশুকিশোর হওয়ায় তাদের গ্রেপ্তার না করে ডি-র্যাডিকালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ওই উপজেলায় ৬৮টি গ্রাম রয়েছে। গ্রামগুলোয় আহলে হাদিসপন্থী সদস্যদের প্রভাব অনেক বেশি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিখোঁজ কিশোরেরা জঙ্গিবাদে জড়িয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।
সংগঠনে ঢুকেই আক্রমণাত্মক হচ্ছে জঙ্গিরা
জঙ্গিদের নিয়ে কাজ করা সিটিটিসির কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবির জঙ্গিরা তাদের ধরন বদলিয়েছে। আগে একজন জঙ্গি সদস্যকে অপারেশনে অংশ নিতে চার-পাঁচ বছর অপেক্ষা করতে হতো। এখন সংগঠনে ঢুকেই তিন-চার মাসের মধ্যে হামলায় অংশ নিচ্ছে। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের সামনে যে আইইডি হামলার কথা বলা হচ্ছে, সেখানে অংশ নেওয়া দুজনই সংগঠনের নতুন সদস্য।
ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জঙ্গিদের যত পরিকল্পনাই থাকুক না কেন, তাদের সব কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণে আছে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়...
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১৬ ঘণ্টা আগে