নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ১৩ দিন বন্ধ থাকার পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এরপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, বলাকা কমিউটার, তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার ও টাঙ্গাইল কমিউটার একে একে ছেড়ে যায়।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে।
ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
যাত্রী সংখ্যার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, সকালে কমলাপুরে তেমন যাত্রী ছিল না। স্বল্প দূরত্বে যারা গেছেন তাদের অধিকাংশ বিমানবন্দর বা টঙ্গী স্টেশনে নেমে গেছেন। ফিরতি ট্রেনে কিছু যাত্রী ছিলো। ট্রেনগুলো সকালে উল্টো দিক ছাড়লে ঢাকার উদ্দেশে হয়ত কিছু যাত্রী হত। এখন পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে ধীরে ধীরে তার নির্ধারিত শিডিউলে ফেরত যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে।
কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।

টানা ১৩ দিন বন্ধ থাকার পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এরপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, বলাকা কমিউটার, তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার ও টাঙ্গাইল কমিউটার একে একে ছেড়ে যায়।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে।
ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
যাত্রী সংখ্যার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, সকালে কমলাপুরে তেমন যাত্রী ছিল না। স্বল্প দূরত্বে যারা গেছেন তাদের অধিকাংশ বিমানবন্দর বা টঙ্গী স্টেশনে নেমে গেছেন। ফিরতি ট্রেনে কিছু যাত্রী ছিলো। ট্রেনগুলো সকালে উল্টো দিক ছাড়লে ঢাকার উদ্দেশে হয়ত কিছু যাত্রী হত। এখন পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে ধীরে ধীরে তার নির্ধারিত শিডিউলে ফেরত যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে।
কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তারা। তাঁদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া পর পোস্টাল ব্যালটে ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি বা ভিডিও শেয়ার করলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ইসি।
৪ ঘণ্টা আগে
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
৯ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১৮ ঘণ্টা আগে