নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্প মন্ত্রণালয়ের অধীন সার কারখানাগুলো চালু করার জন্য এবং বিভিন্ন শিল্পনগরীগুলো উৎপাদনে নেওয়ার জন্য গ্যাস সংকটের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না। জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা ছাত্র-জনতার ম্যান্ডেট পূরণে সাধ্যমতো চেষ্টা করব।’
শিল্প উপদেষ্টা বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের এখানে পরিবেশবান্ধব কিছু কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত শিল্প, ওইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব অবস্থায়। জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেক দিনই বসব এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। এখানে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু আন্তমন্ত্রণালয় আলোচনা আছে।’
এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে যে সার আমদানি করতে হয়, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা অ্যাড্রেস করতে পারি। দুর্বল শিল্প খাতগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি।’

শিল্প মন্ত্রণালয়ের অধীন সার কারখানাগুলো চালু করার জন্য এবং বিভিন্ন শিল্পনগরীগুলো উৎপাদনে নেওয়ার জন্য গ্যাস সংকটের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না। জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা ছাত্র-জনতার ম্যান্ডেট পূরণে সাধ্যমতো চেষ্টা করব।’
শিল্প উপদেষ্টা বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের এখানে পরিবেশবান্ধব কিছু কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত শিল্প, ওইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব অবস্থায়। জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেক দিনই বসব এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। এখানে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু আন্তমন্ত্রণালয় আলোচনা আছে।’
এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে যে সার আমদানি করতে হয়, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা অ্যাড্রেস করতে পারি। দুর্বল শিল্প খাতগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি।’

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
২ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১১ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১২ ঘণ্টা আগে