নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ উপলক্ষে সরকারি ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ১৬ মে সকাল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ ও ৫ জুনের জন্য যাত্রীদের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৯ মে থেকে ঈদ অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করছেন বাসমালিকেরা। এবার বাসের অগ্রিম টিকিট কাউন্টার ও অনলাইন দুভাবেই পাওয়া যাচ্ছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা আগামী ৪ তারিখ বিকেলের পর থেকে ৫ তারিখ রাত পর্যন্ত। বেশির ভাগ যাত্রী এ দুই দিনের টিকিট চায়। ইতিমধ্যে এ দুই দিনের টিকিট বিক্রি শেষ। তবে অন্যান্য দিনের টিকিটের চাহিদা তেমন নেই। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত দশ ভাগ টিকিট বিক্রি হয়েছে। আমাদের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তবে কাউন্টারেও কিছু টিকিট দেওয়া হচ্ছে।’
এদিকে বাসের টিকিট কাটার ওয়েবসাইটগুলোতে দেখা যায়, নন এসি বাসের ভাড়া বিআরটিএর নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। তবে এসি বাসের ক্ষেত্রে বাস এবং রুটভেদে ১৫০০ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না বলে বাড়ছে এসি বাসের টিকিটের দাম।
এ বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন বাদে এবার অন্যান্য দিনের টিকিটের চাহিদা খুব একটা নেই। বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া হচ্ছে না। এসি বাসের ক্ষেত্রে বিভিন্ন বাস কোম্পানি বিভিন্ন রকম ভাড়া নিচ্ছে। এই ভাড়া বাসের বিলাসবহুল বা বাস কতটা উন্নত তার ওপর নির্ভর করে। ঈদের সময় এসি বাসের ভাড়া একটু বেশি হয়, কারণ শুধু যাওয়ার যাত্রী থাকে, আসার সময় বাস খালি আসে, ফলে কিছুটা বেশি ভাড়া নেওয়া হয়। এসি বাসে আবার সব যাত্রী যেতে পারেন না। যাঁদের সামর্থ্য আছে তাঁরা যাবেন, যাঁদের নেই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা তো আছে।’

ঈদ উপলক্ষে সরকারি ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ১৬ মে সকাল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ ও ৫ জুনের জন্য যাত্রীদের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৯ মে থেকে ঈদ অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করছেন বাসমালিকেরা। এবার বাসের অগ্রিম টিকিট কাউন্টার ও অনলাইন দুভাবেই পাওয়া যাচ্ছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা আগামী ৪ তারিখ বিকেলের পর থেকে ৫ তারিখ রাত পর্যন্ত। বেশির ভাগ যাত্রী এ দুই দিনের টিকিট চায়। ইতিমধ্যে এ দুই দিনের টিকিট বিক্রি শেষ। তবে অন্যান্য দিনের টিকিটের চাহিদা তেমন নেই। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত দশ ভাগ টিকিট বিক্রি হয়েছে। আমাদের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তবে কাউন্টারেও কিছু টিকিট দেওয়া হচ্ছে।’
এদিকে বাসের টিকিট কাটার ওয়েবসাইটগুলোতে দেখা যায়, নন এসি বাসের ভাড়া বিআরটিএর নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। তবে এসি বাসের ক্ষেত্রে বাস এবং রুটভেদে ১৫০০ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না বলে বাড়ছে এসি বাসের টিকিটের দাম।
এ বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন বাদে এবার অন্যান্য দিনের টিকিটের চাহিদা খুব একটা নেই। বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া হচ্ছে না। এসি বাসের ক্ষেত্রে বিভিন্ন বাস কোম্পানি বিভিন্ন রকম ভাড়া নিচ্ছে। এই ভাড়া বাসের বিলাসবহুল বা বাস কতটা উন্নত তার ওপর নির্ভর করে। ঈদের সময় এসি বাসের ভাড়া একটু বেশি হয়, কারণ শুধু যাওয়ার যাত্রী থাকে, আসার সময় বাস খালি আসে, ফলে কিছুটা বেশি ভাড়া নেওয়া হয়। এসি বাসে আবার সব যাত্রী যেতে পারেন না। যাঁদের সামর্থ্য আছে তাঁরা যাবেন, যাঁদের নেই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা তো আছে।’

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরসংশ্লিষ্ট এলাকায় পরিবেশ সংরক্ষণে নিয়মিত নজরদারি জোরদার এবং সেখানে পাহাড় কাটায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২ ঘণ্টা আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে