রাহুল শর্মা, জাতিসংঘ সদরদপ্তর (নিউইয়র্ক), যুক্তরাষ্ট্র থেকে
সব বয়সী মানুষের জন্য সুস্থ ও কল্যাণকর জীবন নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধি ও যৌথ প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৫৮ তম কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি ৫৮) সম্মেলনে শুক্রবার (নিউইয়র্ক সময় ১১ এপ্রিল) বাংলাদেশের প্রতিনিধিদল এ আহ্বান জানায়। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা ও অগ্রগতির তথ্য বিশ্ব মঞ্চে তুলে ধরেন তাঁরা।
প্রতি বছর বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে সিপিডি সম্মেলন আয়োজন করে জাতিসংঘ। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল: ‘সব বয়সের মানুষের জন্য সুস্থ এবং কল্যাণকর জীবন নিশ্চিত করা’। ৫ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় গত ৭ এপ্রিল।
সিপিডি-৫৮ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান। আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সরোয়ার বারী এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরীন পারভিন হক।
তবে সম্মেলনের শেষ দিনে (১১ এপ্রিল) অংশগ্রহণকারী দেশগুলো সর্বসম্মত ঐক্যমতে না পৌঁছায় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই সিপিডি-৫৮ সম্মেলন শেষ হয়।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান।
বক্তব্যে তিনি সুস্থ্য ও কল্যানকর জীবন নিশ্চিতে বাংলাদেশের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। একই সঙ্গে মাতৃস্বাস্থ্য, প্রজনন অধিকার, জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় বিশেষ গুরুত্বারোপ করেন।
ড. মো. সায়েদুর রহমান তার বক্তব্যে সব বয়সী সব মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং কল্যাণে নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধি ও যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামাজিক ব্যবসার মডেলকে কাজে লাগিয়ে এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে লাভের একটি অংশ পুনঃবিনিয়োগ করা হবে স্বাস্থ্যসেবার প্রসারে, সেবাদানে উদ্ভাবনে এবং কমিউনিটিকে ক্ষমতায়নে।
তিনি মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান।
এছাড়া অধ্যাপক সায়েদুর রহমান ইউএনএফপিএ আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন, যার শিরোনাম ছিল-‘নারী ও নবজাতকদের স্বাস্থ্য ও কল্যাণ উন্নত করা’। সেখানে তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যোন্নয়নে মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরেন এবং বাংলাদেশে মিডওয়াইফ শিক্ষা, প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ বৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই ইভেন্টে গাম্বিয়া, কেনিয়া ও মালাবির প্রতিনিধিরাও অংশ নেন।
সব বয়সী মানুষের জন্য সুস্থ ও কল্যাণকর জীবন নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধি ও যৌথ প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৫৮ তম কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি ৫৮) সম্মেলনে শুক্রবার (নিউইয়র্ক সময় ১১ এপ্রিল) বাংলাদেশের প্রতিনিধিদল এ আহ্বান জানায়। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা ও অগ্রগতির তথ্য বিশ্ব মঞ্চে তুলে ধরেন তাঁরা।
প্রতি বছর বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে সিপিডি সম্মেলন আয়োজন করে জাতিসংঘ। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল: ‘সব বয়সের মানুষের জন্য সুস্থ এবং কল্যাণকর জীবন নিশ্চিত করা’। ৫ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় গত ৭ এপ্রিল।
সিপিডি-৫৮ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান। আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সরোয়ার বারী এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরীন পারভিন হক।
তবে সম্মেলনের শেষ দিনে (১১ এপ্রিল) অংশগ্রহণকারী দেশগুলো সর্বসম্মত ঐক্যমতে না পৌঁছায় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই সিপিডি-৫৮ সম্মেলন শেষ হয়।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান।
বক্তব্যে তিনি সুস্থ্য ও কল্যানকর জীবন নিশ্চিতে বাংলাদেশের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। একই সঙ্গে মাতৃস্বাস্থ্য, প্রজনন অধিকার, জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় বিশেষ গুরুত্বারোপ করেন।
ড. মো. সায়েদুর রহমান তার বক্তব্যে সব বয়সী সব মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং কল্যাণে নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধি ও যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামাজিক ব্যবসার মডেলকে কাজে লাগিয়ে এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে লাভের একটি অংশ পুনঃবিনিয়োগ করা হবে স্বাস্থ্যসেবার প্রসারে, সেবাদানে উদ্ভাবনে এবং কমিউনিটিকে ক্ষমতায়নে।
তিনি মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান।
এছাড়া অধ্যাপক সায়েদুর রহমান ইউএনএফপিএ আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন, যার শিরোনাম ছিল-‘নারী ও নবজাতকদের স্বাস্থ্য ও কল্যাণ উন্নত করা’। সেখানে তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যোন্নয়নে মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরেন এবং বাংলাদেশে মিডওয়াইফ শিক্ষা, প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ বৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই ইভেন্টে গাম্বিয়া, কেনিয়া ও মালাবির প্রতিনিধিরাও অংশ নেন।
রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চা ও ঐক্যে এবং সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে জাতীয় সনদ তৈরিতে।
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
৩ ঘণ্টা আগেপরিবেশগত বিবেচনায় দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে ১৭টির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেদেশের আট জেলায় ঝড় ও বজ্রপাতে নারীসহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ঘর এবং গাছপালা ভেঙে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
১০ ঘণ্টা আগে