নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৪ ফেব্রুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় এই অনুষ্ঠানের পরদিন ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণেরও দাবি জানান সংগঠনের নেতারা।
আজ শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু শিক্ষার্থীদের পরম আরাধ্য মা দেবী সরস্বতীর পুজোর পরদিন ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক এমপি. ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, দেবী আরাধনার দিন পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং এর পরদিন পরীক্ষায় অংশগ্রহণ করা হিন্দু সম্প্রদায়ভুক্ত এসএসসি শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়।
এ জাতীয় ঘোষণা তাদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভূতি ক্ষুণ্নের নির্লজ্জ অপপ্রয়াস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত পরীক্ষার এ সময়সূচি বস্তুত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্মের প্রতি তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে খাটো করার চক্রান্তেরই অংশমাত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐক্য পরিষদ এর জন্যে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরীক্ষার তারিখ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। অন্যথায়, এ ব্যাপারে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না।

আগামী ১৪ ফেব্রুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় এই অনুষ্ঠানের পরদিন ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণেরও দাবি জানান সংগঠনের নেতারা।
আজ শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু শিক্ষার্থীদের পরম আরাধ্য মা দেবী সরস্বতীর পুজোর পরদিন ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক এমপি. ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, দেবী আরাধনার দিন পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং এর পরদিন পরীক্ষায় অংশগ্রহণ করা হিন্দু সম্প্রদায়ভুক্ত এসএসসি শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়।
এ জাতীয় ঘোষণা তাদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভূতি ক্ষুণ্নের নির্লজ্জ অপপ্রয়াস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত পরীক্ষার এ সময়সূচি বস্তুত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্মের প্রতি তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে খাটো করার চক্রান্তেরই অংশমাত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐক্য পরিষদ এর জন্যে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরীক্ষার তারিখ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। অন্যথায়, এ ব্যাপারে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে