নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।
অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে। বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’
গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’
আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।
অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে। বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’
গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’
আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৯ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১০ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১২ ঘণ্টা আগে