নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু বাংলাদেশ নয়, এ উপমহাদেশের প্রেক্ষাপটে গাজীপুরে সিটি করপোরেশনের নির্বাচনে পরিস্থিতি অত্যন্ত ভালো আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলাপকালে মো. আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে কেবল বাংলাদেশ নয়, এই সাব-কন্টিনেন্টের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এবং নির্বাচনের দিন ফলাফল পর্যন্ত ভালো থাকবে।’
নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে কমিশনার বলেন, ‘প্রার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে প্রচার চালাচ্ছেন। প্রধান গণমাধ্যমগুলোয় গাড়ি ভাঙচুরের কোনো ভিডিও আসেনি। কোনো পত্রিকাতেও লেখা হয়নি। পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।’
আগামী বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের দিন ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন জানিয়ে মো. আলমগীর বলেন, প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি ও র্যাব থাকবে। বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা থাকবে। ঢাকায় বসে সিইসিসহ অন্য কর্মকর্তা ও সাংবাদিকেরা ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
কোনো ভোটার ও প্রার্থীর এজেন্টকে কোনো রকম বাধা দেওয়া হলে যিনি বাধা দেবেন, তিনি যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশনার জানান। গাইবান্ধায় কেবল নির্বাচন বন্ধ করা হয়েছে উল্লেখ করে মো. আলমগীর বলেন, গাজীপুরে তাঁর চাইতেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মে সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি
আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া সেদিন দেশের আরও কিছু উপজেলা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গাজীপুর ছাড়াও নির্বাচনী এলাকাগুলো হলো চট্টগ্রামের সন্দ্বীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদ এবং নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোনা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন।
নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হলো বলে মন্ত্রণালয় জানায়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের, ভোলার দৌলতখান উপজেলার চারপাতা ইউনিয়নে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন এবং কুমিল্লার মেঘনা উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশ নয়, এ উপমহাদেশের প্রেক্ষাপটে গাজীপুরে সিটি করপোরেশনের নির্বাচনে পরিস্থিতি অত্যন্ত ভালো আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলাপকালে মো. আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে কেবল বাংলাদেশ নয়, এই সাব-কন্টিনেন্টের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এবং নির্বাচনের দিন ফলাফল পর্যন্ত ভালো থাকবে।’
নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে কমিশনার বলেন, ‘প্রার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে প্রচার চালাচ্ছেন। প্রধান গণমাধ্যমগুলোয় গাড়ি ভাঙচুরের কোনো ভিডিও আসেনি। কোনো পত্রিকাতেও লেখা হয়নি। পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।’
আগামী বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের দিন ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন জানিয়ে মো. আলমগীর বলেন, প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি ও র্যাব থাকবে। বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা থাকবে। ঢাকায় বসে সিইসিসহ অন্য কর্মকর্তা ও সাংবাদিকেরা ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
কোনো ভোটার ও প্রার্থীর এজেন্টকে কোনো রকম বাধা দেওয়া হলে যিনি বাধা দেবেন, তিনি যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশনার জানান। গাইবান্ধায় কেবল নির্বাচন বন্ধ করা হয়েছে উল্লেখ করে মো. আলমগীর বলেন, গাজীপুরে তাঁর চাইতেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মে সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি
আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া সেদিন দেশের আরও কিছু উপজেলা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গাজীপুর ছাড়াও নির্বাচনী এলাকাগুলো হলো চট্টগ্রামের সন্দ্বীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদ এবং নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোনা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন।
নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হলো বলে মন্ত্রণালয় জানায়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের, ভোলার দৌলতখান উপজেলার চারপাতা ইউনিয়নে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন এবং কুমিল্লার মেঘনা উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
৪ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
৫ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে