নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদ। গত ৩০ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বরাবার এ সংক্রান্ত চিঠি দেন প্রতিবাদকারীরা।
আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস ও সম্পাদক অনুপ কুমার সাহা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টাচার্য ও সদস্য মিন্টু চন্দ্র দাস চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে বলা হয়েছে, আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, গত ২৯ মে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস রান্না করা হয় এবং সেদিন রাতে পরিবেশন করা হয়। এরপর ৩০ মে সকালেও গরুর মাংস রান্না হয়।
চিঠিতে তারা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঐতিহ্যগতভাবেই সৃষ্টিলগ্ন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে কখনো গরুর মাংস রান্না ও পরিবেশন করা হয়নি। হঠাৎ এই ধরনের তৎপরতায় আমরা বিস্মিত ও হতবাক। আমরা এই তৎপরতার তীব্র প্রতিবাদ করছি। দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস রান্না ও পরিবেশনে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে অনুরোধ করছি।
এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, আমাদের জানা মতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে আগে কোনো দিন গরুর মাংস রান্না হয়নি। যে কারণে আমরা একটু উদ্বিগ্ন হয়েছি। এটা যদি চলতে থাকে, তাহলে যে অবস্থা ছিল তার পরিবর্তন হয়ে যায়। যেহেতু কোনো দিন এটা চলে নাই। সেই জন্য আমরা জিনিসটা কর্তৃপক্ষের সামনে নিয়ে আসছি। এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। তারা কী করবেন, না করবেন।
তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা সমালোচনাতো হতেই পারে। কারণ এটা একদিকে একটা সেন্টিমেন্টাল প্রশ্ন আছে। আরেকদিকে একটা ঐতিহ্য, যা এখন ব্রেকডাউন হচ্ছে।’
বিষয়টি জানতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের ব্যক্তিগত ফোন নম্বরে তিনবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। পরে খুদেবার্তা পাঠালেও জবাব দেননি।
পরে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, আমাদের এখানে কখনো গরুর মাংস রান্না হয় নাই। এটা কেন যে করল বুঝলাম না। আমার ৩৫ বছর ধরে ওকালতি করি, কখনোই দেখি নাই। দেখি এটা নিয়ে কী করা যায়। আমরা কথা বলব।

ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদ। গত ৩০ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বরাবার এ সংক্রান্ত চিঠি দেন প্রতিবাদকারীরা।
আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস ও সম্পাদক অনুপ কুমার সাহা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টাচার্য ও সদস্য মিন্টু চন্দ্র দাস চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে বলা হয়েছে, আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, গত ২৯ মে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস রান্না করা হয় এবং সেদিন রাতে পরিবেশন করা হয়। এরপর ৩০ মে সকালেও গরুর মাংস রান্না হয়।
চিঠিতে তারা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঐতিহ্যগতভাবেই সৃষ্টিলগ্ন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে কখনো গরুর মাংস রান্না ও পরিবেশন করা হয়নি। হঠাৎ এই ধরনের তৎপরতায় আমরা বিস্মিত ও হতবাক। আমরা এই তৎপরতার তীব্র প্রতিবাদ করছি। দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস রান্না ও পরিবেশনে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে অনুরোধ করছি।
এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, আমাদের জানা মতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে আগে কোনো দিন গরুর মাংস রান্না হয়নি। যে কারণে আমরা একটু উদ্বিগ্ন হয়েছি। এটা যদি চলতে থাকে, তাহলে যে অবস্থা ছিল তার পরিবর্তন হয়ে যায়। যেহেতু কোনো দিন এটা চলে নাই। সেই জন্য আমরা জিনিসটা কর্তৃপক্ষের সামনে নিয়ে আসছি। এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। তারা কী করবেন, না করবেন।
তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা সমালোচনাতো হতেই পারে। কারণ এটা একদিকে একটা সেন্টিমেন্টাল প্রশ্ন আছে। আরেকদিকে একটা ঐতিহ্য, যা এখন ব্রেকডাউন হচ্ছে।’
বিষয়টি জানতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের ব্যক্তিগত ফোন নম্বরে তিনবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। পরে খুদেবার্তা পাঠালেও জবাব দেননি।
পরে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, আমাদের এখানে কখনো গরুর মাংস রান্না হয় নাই। এটা কেন যে করল বুঝলাম না। আমার ৩৫ বছর ধরে ওকালতি করি, কখনোই দেখি নাই। দেখি এটা নিয়ে কী করা যায়। আমরা কথা বলব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৩ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
৩ ঘণ্টা আগে