নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চক্ষু চিকিৎসা অনেক এগিয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চক্ষু চিকিৎসায় আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আন্তর্জাতিক মানের চোখের সেবা দেওয়া হয়। তবে আমাদের জনবলে ঘাটতি আছে।’ বিশেষজ্ঞ চিকিৎসক আরও তৈরি করতে হবে। চক্ষু চিকিৎসায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পুষ্টির ঘাটতি, উচ্চ রক্তচাপও চোখের সমস্যার অন্যতম কারণ। এসব বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। কর্নিয়াসহ অঙ্গ ডোনেশনে ঘাটতি রয়েছে। এখনো ছানির কারণে অনেকে অন্ধত্ব বরণ করে। আমরা তা জানাতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার গুরুত্ব দিচ্ছে। অনেক ঘাটতি আছে, এরপরেও এসব রোগে অধিক নজর দেওয়া হচ্ছে।’
স্বাস্থ্য খাতে সরকার অভূতপূর্ব উন্নতি করেছে দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছেছে। ইপিআই কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত। টিকা কার্যক্রমের সফলতায় করোনা এখন নিয়ন্ত্রণে।’
উপজেলা পর্যায়ের মানুষ বিশেষজ্ঞ সেবা পাচ্ছে। ১০০টি উপজেলায় ভিশন সেন্টার আছে। পর্যায়ক্রমে সব কটি উপজেলায় করা হবে। অবকাঠামো, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবই দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, ‘করোনার শুরুতে অনেক সমালোচনা হলেও সবাই এখন প্রশংসা করে। গত এক মাসে ভাইরাসটিতেন একজনও মারা যায়নি। জিডিপি আজ ৬ শতাংশ। এখন যেকোনো দেশে যেতে পারি, করোনার সার্টিফিকেটও লাগে না।’
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ আমেরিকার থেকেও এগিয়ে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য যেকোনো দিকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ এদিকে এগিয়ে আছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নত হয়েছে। তারা বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চেয়েছে। তারা আমাদের অভিজ্ঞতা সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চায়।’
আট বিভাগে আটটি হাসপাতালের কার্যক্রম চলমান আছে ৷ এসব বিভাগে বার্ন হাসপাতাল হচ্ছে। এ বছরেই জেলা পর্যায়ে ডায়ালাইসিস ও আইসিইউ বেড চালু হবে। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দরকার। চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। এসব প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

দেশে চক্ষু চিকিৎসা অনেক এগিয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চক্ষু চিকিৎসায় আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আন্তর্জাতিক মানের চোখের সেবা দেওয়া হয়। তবে আমাদের জনবলে ঘাটতি আছে।’ বিশেষজ্ঞ চিকিৎসক আরও তৈরি করতে হবে। চক্ষু চিকিৎসায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পুষ্টির ঘাটতি, উচ্চ রক্তচাপও চোখের সমস্যার অন্যতম কারণ। এসব বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। কর্নিয়াসহ অঙ্গ ডোনেশনে ঘাটতি রয়েছে। এখনো ছানির কারণে অনেকে অন্ধত্ব বরণ করে। আমরা তা জানাতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার গুরুত্ব দিচ্ছে। অনেক ঘাটতি আছে, এরপরেও এসব রোগে অধিক নজর দেওয়া হচ্ছে।’
স্বাস্থ্য খাতে সরকার অভূতপূর্ব উন্নতি করেছে দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছেছে। ইপিআই কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত। টিকা কার্যক্রমের সফলতায় করোনা এখন নিয়ন্ত্রণে।’
উপজেলা পর্যায়ের মানুষ বিশেষজ্ঞ সেবা পাচ্ছে। ১০০টি উপজেলায় ভিশন সেন্টার আছে। পর্যায়ক্রমে সব কটি উপজেলায় করা হবে। অবকাঠামো, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবই দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, ‘করোনার শুরুতে অনেক সমালোচনা হলেও সবাই এখন প্রশংসা করে। গত এক মাসে ভাইরাসটিতেন একজনও মারা যায়নি। জিডিপি আজ ৬ শতাংশ। এখন যেকোনো দেশে যেতে পারি, করোনার সার্টিফিকেটও লাগে না।’
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ আমেরিকার থেকেও এগিয়ে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য যেকোনো দিকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ এদিকে এগিয়ে আছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নত হয়েছে। তারা বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চেয়েছে। তারা আমাদের অভিজ্ঞতা সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চায়।’
আট বিভাগে আটটি হাসপাতালের কার্যক্রম চলমান আছে ৷ এসব বিভাগে বার্ন হাসপাতাল হচ্ছে। এ বছরেই জেলা পর্যায়ে ডায়ালাইসিস ও আইসিইউ বেড চালু হবে। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দরকার। চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। এসব প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
১৯ মিনিট আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৩১ মিনিট আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে