নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ মানুষ। শুধু ১৩ দিনেই দেওয়া হয়েছে ২ কোটি ৩২ লাখ মানুষকে। আজ বুধবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি থেকে আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করি। ২৬ মার্চ এটা নির্ধারিত দিন ছিলো। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা বিশেষভাবেই এটার দিকে নজর দেই। ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা প্রথম ডোজের টিকা দিতে পেরেছি দুই কোটি ৩২ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজের টিকা দিয়েছে এক কোটি সাত লাখ মানুষকে এবং বুস্টার দিয়েছে ১০ লাখ মানুষকে। এই কয়েক দিনে আমরা ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আসতে পেরেছি বিভিন্ন ডোজে। ২৬ তারিখে ছিলো ৮ লাখ এবং বুস্টার মিলিয়ে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত মোট টিকা পেয়েছি ২৯ কোটি ৬৪ লাখ। এ পর্যন্ত প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ। স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন বুস্টারের টিকা।’
প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি। তারপরও কেউ যদি বাদ পড়ে থাকেন, তাঁরা আমাদের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এটা রেজিস্ট্রেশন করেও নিতে পারবেন, যদি রেজিস্ট্রেশন না থাকেন তিনি কার্ডের মাধ্যমে নিতে পারবেন।’
বিশেষ কয়েকটি এলাকা সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় শিল্প কারখানা বেশি এবং অনেক মানুষ আমাদের টিকার আওতার বাইরে ছিলেন বলে জানান শামসুল হক। তিনি বলেন, ‘তাঁদের জন্য টিকাদান কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে এই কার্যক্রম তাঁরা আরেকটু বৃদ্ধি করতে পারবেন। এই সুযোগ তাঁদের দেওয়া হয়েছে।’

দেশে টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ মানুষ। শুধু ১৩ দিনেই দেওয়া হয়েছে ২ কোটি ৩২ লাখ মানুষকে। আজ বুধবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি থেকে আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করি। ২৬ মার্চ এটা নির্ধারিত দিন ছিলো। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা বিশেষভাবেই এটার দিকে নজর দেই। ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা প্রথম ডোজের টিকা দিতে পেরেছি দুই কোটি ৩২ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজের টিকা দিয়েছে এক কোটি সাত লাখ মানুষকে এবং বুস্টার দিয়েছে ১০ লাখ মানুষকে। এই কয়েক দিনে আমরা ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আসতে পেরেছি বিভিন্ন ডোজে। ২৬ তারিখে ছিলো ৮ লাখ এবং বুস্টার মিলিয়ে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত মোট টিকা পেয়েছি ২৯ কোটি ৬৪ লাখ। এ পর্যন্ত প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ। স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন বুস্টারের টিকা।’
প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি। তারপরও কেউ যদি বাদ পড়ে থাকেন, তাঁরা আমাদের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এটা রেজিস্ট্রেশন করেও নিতে পারবেন, যদি রেজিস্ট্রেশন না থাকেন তিনি কার্ডের মাধ্যমে নিতে পারবেন।’
বিশেষ কয়েকটি এলাকা সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় শিল্প কারখানা বেশি এবং অনেক মানুষ আমাদের টিকার আওতার বাইরে ছিলেন বলে জানান শামসুল হক। তিনি বলেন, ‘তাঁদের জন্য টিকাদান কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে এই কার্যক্রম তাঁরা আরেকটু বৃদ্ধি করতে পারবেন। এই সুযোগ তাঁদের দেওয়া হয়েছে।’

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট-সংক্রান্ত সংবাদ পরিবেশনে পেশাগত মানদণ্ড অনুসরণ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আপিল ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির ছুটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম...
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ একর ৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি ক্রোক ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে