নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’
নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। পরবর্তী সময় আরও অনেকগুলো কার্যক্রম হবে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, গত তিনটা নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেন নাই। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো নির্বাচন কমিশন এসে ঠিক করবে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অগ্রসর হয়েছে। এর পরবর্তী আপনারা দেখবেন কীভাবে এটা রোডম্যাপ অনুযায়ী চলবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে হবে।’
তিনি আরও বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ কিংবা লিয়াজোঁ হবে না বা আঁতাত হবে না। অন্তর্বর্তী সরকারের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’
নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। পরবর্তী সময় আরও অনেকগুলো কার্যক্রম হবে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, গত তিনটা নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেন নাই। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো নির্বাচন কমিশন এসে ঠিক করবে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অগ্রসর হয়েছে। এর পরবর্তী আপনারা দেখবেন কীভাবে এটা রোডম্যাপ অনুযায়ী চলবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে হবে।’
তিনি আরও বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ কিংবা লিয়াজোঁ হবে না বা আঁতাত হবে না। অন্তর্বর্তী সরকারের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে