Ajker Patrika

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২: ৫৩
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

নূর মোহাম্মদ আজমি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদন রেডি করছি। কাল শুনানি হতে পারে।’

এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এর পর থেকেই আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, রিকশাচালকদের আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

হাইকোর্ট আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি দায়ের করেন।

আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, প্যাডেলচালিত রিকশার সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত