নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশ থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ কল্পে করণীয় এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ-সংক্রান্ত সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদীয় বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। সেখানে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অন্তরায় ১০টি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো—বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের তুলনায় অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের অধিক ব্যবধান; অনেক প্রবাসীকর্মীর বৈধ কাগজপত্র না থাকা; বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা/পর্যাপ্ত শাখার অভাব; বাংলাদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা/পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা; রেমিট্যান্স প্রেরণে উচ্চ ফি/সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা (সিলিং); হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য; অনেক ক্ষেত্রে প্রবাসীদের/প্রবাসীদের নিকট আত্মীয়দের দেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না; আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতা; অননুমোদিত ব্যবসা/কাজের আয় বৈধ পথে প্রেরণের সুযোগ না থাকা; বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতার অভাব।
সেখানে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা সর্বোচ্চ ৮০ হাজার ৫৭২ জন বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৯ হাজার ৩৯১ জন, চট্টগ্রাম থেকে ৪৩ হাজার ৮ জন, টাঙ্গাইল থেকে ৩৮ হাজার ৭১২ জন, চাঁদপুর থেকে ৩৪ হাজার ৯৫৬ জন, কিশোরগঞ্জ থেকে ৩২ হাজার ৯০৭ জন, নোয়াখালী থেকে ৩০ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ থেকে ৩০ হাজার ৮০ জন, নরসিংদী থেকে ৩০ হাজার ২৯ জন এবং ঢাকা থেকে ২৬ হাজার ৮৮৩ জন বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন।
বৈঠকে বিদেশগামী জনবলকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, লোন প্রাপ্তিতে সহায়তা এবং বিদেশে শ্রমিক মৃত্যুজনিত সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিদেশে জনশক্তি প্রেরণে নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ ও অভিবাসন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী বিশ্বের সকল শ্রম চাহিদা দেশে যুক্তিসংগত বা প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা অভিবাসন ব্যয়ে জনশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা ও শাম্মী আহমেদ।

বিদেশ থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ কল্পে করণীয় এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ-সংক্রান্ত সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদীয় বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। সেখানে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অন্তরায় ১০টি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো—বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের তুলনায় অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের অধিক ব্যবধান; অনেক প্রবাসীকর্মীর বৈধ কাগজপত্র না থাকা; বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা/পর্যাপ্ত শাখার অভাব; বাংলাদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা/পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা; রেমিট্যান্স প্রেরণে উচ্চ ফি/সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা (সিলিং); হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য; অনেক ক্ষেত্রে প্রবাসীদের/প্রবাসীদের নিকট আত্মীয়দের দেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না; আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতা; অননুমোদিত ব্যবসা/কাজের আয় বৈধ পথে প্রেরণের সুযোগ না থাকা; বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতার অভাব।
সেখানে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা সর্বোচ্চ ৮০ হাজার ৫৭২ জন বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৯ হাজার ৩৯১ জন, চট্টগ্রাম থেকে ৪৩ হাজার ৮ জন, টাঙ্গাইল থেকে ৩৮ হাজার ৭১২ জন, চাঁদপুর থেকে ৩৪ হাজার ৯৫৬ জন, কিশোরগঞ্জ থেকে ৩২ হাজার ৯০৭ জন, নোয়াখালী থেকে ৩০ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ থেকে ৩০ হাজার ৮০ জন, নরসিংদী থেকে ৩০ হাজার ২৯ জন এবং ঢাকা থেকে ২৬ হাজার ৮৮৩ জন বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন।
বৈঠকে বিদেশগামী জনবলকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, লোন প্রাপ্তিতে সহায়তা এবং বিদেশে শ্রমিক মৃত্যুজনিত সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিদেশে জনশক্তি প্রেরণে নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ ও অভিবাসন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী বিশ্বের সকল শ্রম চাহিদা দেশে যুক্তিসংগত বা প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা অভিবাসন ব্যয়ে জনশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা ও শাম্মী আহমেদ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
১০ মিনিট আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
১ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৩ ঘণ্টা আগে