শরীফ নাসরুল্লাহ, ঢাকা

অমর একুশে বইমেলার পরিসর এবার অনেকখানি বেড়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ৬৬টি বেশি। সব মিলিয়ে ৭০৮। এর মধ্যে এক শর বেশি প্রকাশনী এবারই মেলায় প্রথম এসেছে। বই বিক্রির চেয়ে পাঠকের কাছে পৌঁছানোই তাদের অনেকের এবারের মেলায় অংশগ্রহণের প্রধান কারণ। বিক্রিটা যেন উপরি পাওনা।
২০২১ সালে যাত্রা শুরু করে প্রকাশনা প্রতিষ্ঠান লেখাচিত্র। এ বছর তারা ২৫টি নতুন বই নিয়ে এসেছে। এর মধ্যে কবিতার বই বেশি। শিশুদের বইয়ের ওপরও গুরুত্ব দিয়েছে তারা। লেখাচিত্রের বিক্রয়কর্মী রাশিদুল ইসলাম রাশেদ বললেন, ‘আমরা নতুন প্রকাশনী, তাই পাঠক খুব একটা চেনে না। আমরা কবিতার বই বেশি বের করি। তবে এবার অনেক পাঠক খুঁজছেন থ্রিলারধর্মী উপন্যাস। তা ছাড়া আমাদের স্টলটা একটু খারাপ জায়গায় পড়েছে। পাঠকের চোখ এড়িয়ে যায়।’
পুথি প্রকাশ প্রতিষ্ঠিত হয়েছে ২০২১ সালে। প্রবন্ধ, গল্প, শিশুদের বই, উপন্যাস প্রকাশ করে তারা। বিক্রয়কর্মী সুমাইয়া আবেদিন সুমা বলেন, বিক্রি ভালোই হচ্ছে; পাঠকেরা আসছেন।
নবীন প্রকাশনা সংস্থা ইতিবৃত্ত প্রকাশনী সৃজনশীলের পাশাপাশি ইতিহাসসহ নানা বিষয়ের বই নিয়ে এসেছে। বিক্রয়কর্মী লামহা বলেন, ‘প্রথমবার বইমেলায়, তাই পাঠকের সাথে এখনো আমাদের তেমন পরিচয় হয়নি। এই মেলায় বলা যায় সেই পরিচয়ের সূচনা হলো।’
শব্দচাষ প্রকাশের জন্যও এটাই প্রথম বইমেলা। পুরোনো আলোচিত বই নতুন করে প্রকাশের পাশাপাশি তারা নতুন বইও এনেছে। তারা বের করেছে ১০টি নতুন বই। কবিতা, গল্প, প্রবন্ধের বই বের করে শব্দচাষ। ১৯৭০ সালে প্রথম প্রকাশিত নির্মলেন্দু গুণের প্রথম কবিতার বই ‘প্রেমাংশুর রক্ত চাই’ বের করেছে তারা। তপন বাগচীর কাব্যগ্রন্থ ‘কেতকীর প্রতি পক্ষপাত’ এবং ‘সোমেন ও সুকান্ত যে ফুল না ফুটিতে’ নামে তরুণ মুখোপাধ্যায়ের একটি প্রবন্ধের বইও আছে তাদের স্টলের তাকে।
মেলায় অংশগ্রহণ করা আরও বেশ কয়েকটি নতুন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রি হচ্ছে মোটামুটি। তবে পাঠকের সঙ্গে পরিচয় হওয়াটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে বইমেলার অন্যতম মূল উদ্দেশ্যও অবশ্য সেটাই।
নতুন বই: অন্যপ্রকাশ নিয়ে এসেছে পুরান ঢাকার আনন্দ-বেদনা ও জীবনসংগ্রামের চিরন্তন কাহিনি নিয়ে লেখা কবি ফরিদ কবিরের উপন্যাস ‘নীল মাকখির চোখ’। উত্তম পুরুষ ও তৃতীয় পুরুষের বর্ণনায় পাশাপাশি এগিয়েছে দুই মুস্তাফিজুরের গল্প।
ঐতিহ্য এনেছে সরদার আবদুর রহমানের রাজনৈতিক বই ‘গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক: ইসলামপন্থী দলগুলোর ভূমিকা’। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে ২০২৪ অবধি গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর অবদান তুলে আনার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
কথাপ্রকাশ নিয়ে এসেছে ফজলে রাব্বির লেখনীতে বিশিষ্ট চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে বই ‘মৃণাল সেন: জীবন ও সিনেমা’। বইটিতে খ্যাতিমান এ চলচ্চিত্রকারের জীবনাদর্শ ও কাজ নিয়ে আলাপ করেছেন লেখক।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ৮০টি।

অমর একুশে বইমেলার পরিসর এবার অনেকখানি বেড়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ৬৬টি বেশি। সব মিলিয়ে ৭০৮। এর মধ্যে এক শর বেশি প্রকাশনী এবারই মেলায় প্রথম এসেছে। বই বিক্রির চেয়ে পাঠকের কাছে পৌঁছানোই তাদের অনেকের এবারের মেলায় অংশগ্রহণের প্রধান কারণ। বিক্রিটা যেন উপরি পাওনা।
২০২১ সালে যাত্রা শুরু করে প্রকাশনা প্রতিষ্ঠান লেখাচিত্র। এ বছর তারা ২৫টি নতুন বই নিয়ে এসেছে। এর মধ্যে কবিতার বই বেশি। শিশুদের বইয়ের ওপরও গুরুত্ব দিয়েছে তারা। লেখাচিত্রের বিক্রয়কর্মী রাশিদুল ইসলাম রাশেদ বললেন, ‘আমরা নতুন প্রকাশনী, তাই পাঠক খুব একটা চেনে না। আমরা কবিতার বই বেশি বের করি। তবে এবার অনেক পাঠক খুঁজছেন থ্রিলারধর্মী উপন্যাস। তা ছাড়া আমাদের স্টলটা একটু খারাপ জায়গায় পড়েছে। পাঠকের চোখ এড়িয়ে যায়।’
পুথি প্রকাশ প্রতিষ্ঠিত হয়েছে ২০২১ সালে। প্রবন্ধ, গল্প, শিশুদের বই, উপন্যাস প্রকাশ করে তারা। বিক্রয়কর্মী সুমাইয়া আবেদিন সুমা বলেন, বিক্রি ভালোই হচ্ছে; পাঠকেরা আসছেন।
নবীন প্রকাশনা সংস্থা ইতিবৃত্ত প্রকাশনী সৃজনশীলের পাশাপাশি ইতিহাসসহ নানা বিষয়ের বই নিয়ে এসেছে। বিক্রয়কর্মী লামহা বলেন, ‘প্রথমবার বইমেলায়, তাই পাঠকের সাথে এখনো আমাদের তেমন পরিচয় হয়নি। এই মেলায় বলা যায় সেই পরিচয়ের সূচনা হলো।’
শব্দচাষ প্রকাশের জন্যও এটাই প্রথম বইমেলা। পুরোনো আলোচিত বই নতুন করে প্রকাশের পাশাপাশি তারা নতুন বইও এনেছে। তারা বের করেছে ১০টি নতুন বই। কবিতা, গল্প, প্রবন্ধের বই বের করে শব্দচাষ। ১৯৭০ সালে প্রথম প্রকাশিত নির্মলেন্দু গুণের প্রথম কবিতার বই ‘প্রেমাংশুর রক্ত চাই’ বের করেছে তারা। তপন বাগচীর কাব্যগ্রন্থ ‘কেতকীর প্রতি পক্ষপাত’ এবং ‘সোমেন ও সুকান্ত যে ফুল না ফুটিতে’ নামে তরুণ মুখোপাধ্যায়ের একটি প্রবন্ধের বইও আছে তাদের স্টলের তাকে।
মেলায় অংশগ্রহণ করা আরও বেশ কয়েকটি নতুন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রি হচ্ছে মোটামুটি। তবে পাঠকের সঙ্গে পরিচয় হওয়াটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে বইমেলার অন্যতম মূল উদ্দেশ্যও অবশ্য সেটাই।
নতুন বই: অন্যপ্রকাশ নিয়ে এসেছে পুরান ঢাকার আনন্দ-বেদনা ও জীবনসংগ্রামের চিরন্তন কাহিনি নিয়ে লেখা কবি ফরিদ কবিরের উপন্যাস ‘নীল মাকখির চোখ’। উত্তম পুরুষ ও তৃতীয় পুরুষের বর্ণনায় পাশাপাশি এগিয়েছে দুই মুস্তাফিজুরের গল্প।
ঐতিহ্য এনেছে সরদার আবদুর রহমানের রাজনৈতিক বই ‘গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক: ইসলামপন্থী দলগুলোর ভূমিকা’। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে ২০২৪ অবধি গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর অবদান তুলে আনার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
কথাপ্রকাশ নিয়ে এসেছে ফজলে রাব্বির লেখনীতে বিশিষ্ট চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে বই ‘মৃণাল সেন: জীবন ও সিনেমা’। বইটিতে খ্যাতিমান এ চলচ্চিত্রকারের জীবনাদর্শ ও কাজ নিয়ে আলাপ করেছেন লেখক।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ৮০টি।

২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচন কমিশনপ্রধানদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে...
৬ ঘণ্টা আগে