প্রতিনিধি

ঢাকা: টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এমন তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু করেছেন। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, টিকটক বন্ধের আলোচনা চলছে। তবে উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ সোমবার যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এবং নড়াইল থেকে এই নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা নদীসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের হাতিরঝিল থানার পুলিশ। তাঁদের কাছে থেকে নারী পাচারের বিষয়ে আরও জানার জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলছেন, রিমান্ডের প্রথম দিনেই তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। পুলিশ বলছে, টিকটকের তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের হোতা ‘টিকটক’ হৃদয় বাবু। যে এখন পর্যন্ত অনন্ত ৫০ জন নারী পাচারে কাজ করেছেন।
আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে গত সপ্তাহেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ডিজি) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটকসহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এ জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি পর্যালোচনা করছে।
র্যাব ডিজি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধে জড়ানোদের তালিকা তৈরি করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে প্রযুক্তি বর্জন করা নয় বরং ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করে আমাদের জীবনমান উন্নয়নে করতে হবে।
সম্প্রতি ২২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে নির্যাতন ও যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গত ২৭ মে ভারতের বেঙ্গালুরু থেকে রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর বাংলাদেশ পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে নারী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পায়। এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশও গ্রেপ্তার করে ১২ জনকে।

ঢাকা: টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এমন তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু করেছেন। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, টিকটক বন্ধের আলোচনা চলছে। তবে উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ সোমবার যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এবং নড়াইল থেকে এই নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা নদীসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের হাতিরঝিল থানার পুলিশ। তাঁদের কাছে থেকে নারী পাচারের বিষয়ে আরও জানার জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলছেন, রিমান্ডের প্রথম দিনেই তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। পুলিশ বলছে, টিকটকের তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের হোতা ‘টিকটক’ হৃদয় বাবু। যে এখন পর্যন্ত অনন্ত ৫০ জন নারী পাচারে কাজ করেছেন।
আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে গত সপ্তাহেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ডিজি) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটকসহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এ জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি পর্যালোচনা করছে।
র্যাব ডিজি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধে জড়ানোদের তালিকা তৈরি করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে প্রযুক্তি বর্জন করা নয় বরং ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করে আমাদের জীবনমান উন্নয়নে করতে হবে।
সম্প্রতি ২২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে নির্যাতন ও যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গত ২৭ মে ভারতের বেঙ্গালুরু থেকে রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর বাংলাদেশ পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে নারী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পায়। এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশও গ্রেপ্তার করে ১২ জনকে।

আইনজীবী বলেন, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
২৭ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপন ও একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এই সিদ্ধান্
১ ঘণ্টা আগে
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেলে দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে