আজকের পত্রিকা ডেস্ক

শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।

শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
২৭ মিনিট আগে
মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদে এবং সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন-২০২৬।
১ ঘণ্টা আগে
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদ আয়োজিত এই সম্মিলনটি কেবল সাংবাদিকদের একটি সমাবেশ নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বৃহত্তর লড়াই।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
১৫ ঘণ্টা আগে